মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে দুই ব্যক্তির মৃত্যু। একটি পুকুর পাহারাদার এবং ফুটবল প্রশিক্ষক বজ্রাঘাতে মারা যান। আহত আরও এক।
কালবৈশাখীর তাণ্ডবে দুই ব্যক্তির মৃত্যু
শেষ আপডেট: 13 May 2025 21:19
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিকেলে আচমকাই কালবৈশাখীর দাপট নেমে আসে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। সেই সঙ্গে জোড়া বজ্রপাতের ঘটনা কেড়ে নেয় দু’টি প্রাণ—একজন ফুটবল মাঠে ফুটবল প্রশিক্ষণ দিচ্ছিলেন, আরেকজন পুকুর পাহারা দিচ্ছিলেন। আহত হয়েছেন আরও একজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার বাঘা গ্রামে। মঙ্গলবার বিকেলে কালবৈশাখীর সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর বজ্রপাত হয় ওই এলাকায়। সেই সময় পুকুর পাহারা দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন জয়ন্ত রায়, বয়স আনুমানিক ৩৫। মালদা জেলার বাসিন্দা জয়ন্ত বাবু পেশায় ছিলেন আগলদার।
বাঘা গ্রামের তক্ষকের বিল পুকুর পাহারা দেওয়ার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর। ঠিক তাঁর সঙ্গেই ছিলেন জামাইবাবু সমর রায়। বজ্রপাতের ছোঁয়ায় তিনিও গুরুতর আহত হন। বর্তমানে চিকিৎসাধীন সমর রায়।
এদিকে, রঘুনাথগঞ্জের জোৎকমল গ্রামে ঘটে আরও একটি মর্মান্তিক ঘটনা। বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক যুবক ফুটবল প্রশিক্ষকের। পুলিশ জানায়, মৃতের নাম সাবিরুল শেখ (৩৬)। স্থানীয় জোৎকমল স্পোর্টিং মাঠে ছেলেদের ফুটবল প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎ আকাশ ভেঙে পড়ে বজ্রপাত। মাঠেই লুটিয়ে পড়েন সাবিরুল। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, বজ্রপাতের ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থার উপর আরও জোর দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে সাধারণ মানুষকে সাবধান করতে স্থানীয় প্রশাসন প্রচার শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দ্রুত আশ্রয় নেওয়া, খোলা মাঠ এড়িয়ে চলার মতো বার্তা দেওয়া হচ্ছে এলাকাবাসীকে।