শেষ আপডেট: 17th September 2024 20:49
দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গত শনিবার ডিওয়াইএফআইয়ের রাজ্য মুখপাত্রর সম্পাদক তথা সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই ঘটনায় অবিলম্বে এফআইআর খারিজ ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে আইনজীবীর মাধ্যমে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কলতান। দ্রুত মামলার শুনানির আর্জিও জানিয়েছেন সিপিএম নেতা।
সল্টলেকে আন্দোলনরত চিকিৎসকদের অবস্থান মঞ্চে আক্রমণের ছক কষা হচ্ছে বলে একটি অডিও সামনে এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের ওই অডিওর ভিত্তিতে স্বতপ্রণোদিত মামলা দায়ের করে কলতানকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।
ডিওয়াইএফআই নেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএসের) ২২৪, ৩৫২, ৩৫৩(এ)(বি)(২), ১৯৬ ও ৬১ ধারায় মামলা এনেছে পুলিশ। আদালতের নির্দেশে আপাতত ২১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছেন বাম নেতা।
সিপিএমের অভিযোগ, আরজি কর কাণ্ডে বিপাকে পড়ে মানুষের নজর ঘোরাতে এআই প্রযুক্তির সাহায্যে ভুয়ো অডিও তৈরি করে কলতানকে ফাঁসিয়েছে তৃণমূল। অন্যদিকে তণমূলের বক্তব্য, সরকার ও শাসকদলের ঘাড়ে দোষ চাপাতেই ডাক্তারদের ধর্না মঞ্চে হামলার ছক কষা হয়েছিল।
গত শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠক থেকে একটি অডিও প্রকাশ্যে এনে এই গুরুতর অভিযোগ আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণালের ওই অডিওকে ঘিরে রাজনৈতিক মহলে তো বটেই আন্দোলনকারীরা, এমনকী জনমানসেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই স্বতপ্রণোদিতভাবে মামলা দায়ের করে তদন্ত নামে পুলিশ।
তদন্তে নেমে শুক্রবার সন্ধেয় গড়ফা থানা এলাকা থেকে সঞ্জীব দাস, ওরফে বুবলাই নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জেরার সূত্র ধরেই শনিবার সকালে বাড়ি থেকে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ।