অনুব্রত মণ্ডল(বাঁদিকে) -কাজল শেখ (ডানদিকে)
শেষ আপডেট: 1st January 2025 19:35
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এতদিন বীরভূমের নানুরের মিলনমেলায় প্রধান অতিথি হয়ে যেতেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মেলায় তাঁর জন্য থাকত বিশেষ উপহার। দু’বছর পর জেলে থাকার পর তিনি ফিরে এলেও ছবিটা বদলে গেছে অনেকটাই। এ বার আর মিলনমেলায় দেখা যায়নি তাঁকে। সেই জায়গায় তৃণমূলের প্রতিষ্ঠাদিবসে নানুরের মিলনমেলায় পাঁচ কেজির রুপোর মুকুট উঠল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মাথায়। তারপর থেকেই জল্পনা তুঙ্গে উঠল।
বুধবার ওই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজল। যে ভাবে এতদিন কেষ্টর মাথায় রুপোর মুকুট, বা হাতে রুপোর তলোয়ার তুলে দেওয়া হত, এবার একই রকম ভাবে কাজলের মাথায় পরানো হল একটি মুকুট। তৃণমূল সূত্রে খবর, পাঁচ কিলোগ্রাম ওজনের মুকুটটির দাম প্রায় ৪ লক্ষ ৫২ হাজার টাকা।
অনুব্রত তিহার থেকে ফেরত আসার পরেই গত কয়েক মাসে সেই কাজল-কেষ্ট দ্বৈরথ তুঙ্গে উঠেছে। অনুব্রত তিহারে থাকাকালীন তাঁকে জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে না-সরালেও জেলার রাজনীতি পরিচালনার জন্য একটি কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূলনেত্রী। অনুব্রতকে ছাড়াই কোর কমিটির নেতারা গত দু’টি ভোটে বীরভূমে তৃণমূলের ‘আধিপত্য’ বজায় রেখেছেন। তাই বীরভূমের রাজনীতিতে অনুব্রত নিজের পুরনো জায়গা ফিরে পাবেন কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই।
উপহার পাওয়ার পর কাজল বলেন, ‘‘এই এলাকার আমি জনপ্রতিনিধি। এখান থেকেই আমি জেলা পরিষদের সদস্য হয়েছি, জেলা সভাধিপতি হয়েছি। স্বাভাবিকভাবেই কর্মীদের কাছে সেটা গর্বের এবং আবেগের বিষয়। সেখান থেকে তাঁরা আমায় উপহার দিয়েছেন। আমিও গ্রহণও করেছি।’’ অনুব্রত মেলায় কেন অনুপস্থিত, তা নিয়ে অবশ্য জেলা তৃণমূলের কেউ মুখ খোলেননি।