কাজল শেখ ও অনুব্রত মণ্ডল।
শেষ আপডেট: 30th October 2024 00:03
দ্য ওয়াল ব্যুরো: 'অনেক ঘাটের জল খেয়েছি। পাঙ্গা নিতে এসো না, চুড়ি পরে বসে নেই!' গত সেপ্টেম্বরে নাম না করে বীরভূমের 'বাঘ' অনুব্রত মণ্ডলকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেতা,জেলা পরিষদের সভাপতি কাজল শেখ।
এবার নাম না করে অনুূব্রতকে নিশানা করে জেলায় গোষ্ঠী রাজনীতি করার গুরুতর অভিযোগ আনলেন তিনি। পুজোর মুখে জেল মুক্তি ঘটেছে অনুব্রত মণ্ডলের। জানিয়েছিলেন, বিজয়া দশমী থেকে দলের কর্মসূচি শুরু করবেন।
এদিন দলীয় এক কর্মসূচি থেকে ক্ষোভ প্রকাশ করে কাজল শেখ বলেন, "কোর কমিটিকে অন্ধকারে রেখে দলের কর্মসূচি করা হচ্ছে। ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী হচ্ছে অথচ কোর কমিটির নেতারাই জানেন না।"
বীরভূমের কঙ্কালিতলার বিজয়া সম্মিলনী প্রসঙ্গে এদিন এই ক্ষোভ প্রকাশ করে কাজল বলেন, "না জানিয়েই বিজয়া সম্মিলনী করা হচ্ছে। অথচ মনে রাখতে হবে শেষ পঞ্চায়েত এবং লোকসভা ভোটে জেলায় আমরা শুধু ভাল ফল করেছি তাই নয় এই দুটো ভোটে কোনও খুনোখুনির ঘটনা ঘটেনি।"
রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে তো বটেই দলের একাংশ নেতাও মনে করছেন, অনুব্রতকে নিশানা করেই একথা বলেছেন কাজল। ২০২২ সালের ১১ অগস্ট অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপরের কোর কমিটির তত্ত্বাবধানেই জেলায় অনুষ্ঠিত হয়েছে দুটি নির্বাচন। ওই ভোটে সেই অর্থে বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি জেলায়।
অথচ অনুব্রত জেলার সভাপতি থাকাকালীন প্রায় প্রতিটি ভোটে অশান্তির দৌলতে বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে বীরভূম। যদিও এব্যাপারে অনুব্রত মণ্ডলের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
তবে বিষয়টি প্রকাশ্যে আসতে কটাক্ষ উড়ে এসেছে পদ্মশিবির থেকে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "অনুব্রত খেলা হবে বলেছিলেন। ওদের দলেই খেলা শুরু হয়ে গেছে। আমরা দেখছি, জনগণকেও বলব, খেলা দেখুন এবং উপভোগ করুন।"