শেষ আপডেট: 7th April 2025 19:24
দ্য ওয়াল ব্যুরো: সোমবারই নেতাজি ইনডোরের (Netaji Indore) সভায় চাকরিহারা শিক্ষকদের সম্মেলনের মঞ্চ থেকে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি একাধিক প্রশ্ন তুলেছেন দেশের শীর্ষ আদালতের রায় নিয়ে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিচারব্যবস্থাকেই অপমানের অভিযোগ তুলে দেশের প্রধান বিচারপতি (CJI) সঞ্জীব খান্নাকে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ (BJP MP) জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmoy Singh Mahato)।
দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখে বিজেপি সাংসদের আবেদন, বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হোক।
Justice has prevailed, but dignity must be defended.
— Jyotirmay Singh Mahato (Modi Ka Parivar) (@JyotirmayBJP) April 7, 2025
After the historic #SSCScam verdict by the Hon’ble Supreme Court , CM Mamata Banerjee @MamataOfficial openly criticised the judiciary from state platforms.
I’ve written to the Hon’ble CJI urging action against this attack on… pic.twitter.com/l91gKpx4Fq
এদিনের অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রায়ের বেশ কয়েকটি অংশ তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে শীর্ষ আদালতের কাছে কিছু প্রশ্নও করেন তিনি। সেসব মন্তব্য এবং প্রশ্নে বিচারব্যবস্থাকেই অপমান করা হয়েছে, এমন অভিযোগ তুলে দেশের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন বিজেপি সাংসদ জ্যোতির্ময়।
পুরুলিয়ার বিজেপি সাংসদের আবেদন, বিচারব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জন্য স্বতঃপ্রণোদিত মামলা করা হোক। এছাড়া এছাড়া রাজ্যের কোষাগারে কোথা থেকে এত পরিমাণ টাকা আসছে, তা নিয়েও সুপ্রিম কোর্টকে তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।
চিঠিতে বিজেপি সাংসদের স্পষ্ট অভিযোগ, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চাপা দিতেই অযোগ্যদের আড়াল করে বিচারব্যবস্থাকেই কাঠগড়ায় তুলছেন মুখ্যমন্ত্রী, যা একেবারেই কাম্য নয়।
চিঠিতে দেশের প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের কাছে সাংসদের তিনদফা আবেদন জানিয়েছেন তিনি।
প্রথমত- শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করুক।
দ্বিতীয়ত- রাজ্যের কোষাগারে কোথা থেকে টাকা আসছে, তা নিয়ে তদন্ত করুক সুপ্রিম কোর্ট।
তৃতীয়ত- যাঁরা বিচারব্যবস্থাকে লাগাতার আক্রমণ করে চলেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক।
মুখ্যমন্ত্রী সোমবার বলেন, “সুপ্রিম কোর্টকে বলব যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের হাতে তুলে দিন। আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আপনারা কী ভেবেছেন, আমি এত বোকা, যাঁরা অযোগ্য নয় তাঁদের চাকরি যেতে দেব? কোনও ব্যাখ্যা না পেলে (সুপ্রিম কোর্টের থেকে) আগে পিছে সব ভরাট করে দেব।" মমতার বক্তব্যে আরও উঠে আসে, "চাকরি দেওয়ার ক্ষমতা নেই। চাকরি কেড়ে নেবেন না। মুখ ও মুখোশের তফাৎ বুঝতে হবে।"
এরপরই মমতা ২০২৪ সালে নির্বাচনের সময় দুর্গাপুরে মিছিলের কথা মনে করিয়ে বলেন, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিতে আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছিলাম। তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তা করে দেন। কিন্তু বর্তমান প্রধান বিচারপতি এসে যোগ্য, অযোগ্য না দেখে প্যানেলই বাতিল করে দিলেন। এই রায়ের পিছনে কোনও খেলা নেই তো? মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরই ক্ষুব্ধ হয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন পুরুলিয়ার বিজেপি সাংসদ।