শেষ আপডেট: 17th September 2024 20:21
দ্য ওয়াল ব্যুরো: জামিনের আবেদন আবার খারিজ হয়ে গেল রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। স্বাস্থ্যের অবনতির কথা বলে তিনি একাধিকবার জামিন চেয়েছিলেন এর আগে। এবারও একই আর্জি ছিল। তবে মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যের বিকল্প রিপোর্ট পেশ করে। তারপর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত।
ইডির রিপোর্ট অনুযায়ী, জ্যোতিপ্রিয় আগের থেকে ভাল আছেন। জামিন অত্যাবশ্যক, এমন কোনও পরিস্থিতিই নেই। কলকাতা হাইকোর্ট এই রিপোর্ট দেখার পর জ্যোতিপ্রিয় মল্লিককে জামিনের আবেদন প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দেয়। সেই মতো তিনি তা প্রত্যাহার করে নিয়েছেন। এই মুহূর্তে প্রেসিডেন্সে জেলে রয়েছেন জ্যোতিপ্রিয়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বারবার তিনি দাবি করেছিলেন, তাঁর জামিন প্রয়োজন। কিন্তু ইডি এর বিরোধিতা করে বিকল্প জায়গায় জ্যোতিপ্রিয়র স্বাস্থ পরীক্ষার দাবি করে। সেই স্বাস্থ্য পরীক্ষার পরই ইডি হাইকোর্টে রিপোর্ট দিয়েছে।
কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা করায় ইডি। নতুন রিপোর্টে তাঁরা জানায়, জ্যোতিপ্রিয় মল্লিক আগের থেকে অনেকটাই সুস্থ। ডায়াবেটিসও তাঁর নিয়ন্ত্রণে আছে। এরপরই আদালত জানায়, তাহলে স্বাস্থ্যের কারণ তাঁকে জামিন দেওয়ার কোনও অর্থ নেই। যদিও নিম্ন আদালতে জামিনের আর্জি করতে পারবেন জ্যোতিপ্রিয়।
রেশন দুর্নীতি মামলায় ধৃত অন্যতম তিন অভিযুক্তর জামিন ম়্জুর করেছে ইডির বিশেষ আদালত। এরা হলেন, চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য এবং ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তিনজনেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
একই অভিযোগে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। স্বভাবতই, তিনজনের জামিন মঞ্জুর হতে বিভিন্ন মহল থেকে কৌতূহল তৈরি হয়েছে, তবে কি এরপরে একই যুক্তিতে জামিন পেতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই প্রশ্ন ছিল। তবে এটা স্পষ্ট হল, শুধুমাত্র শরীর খারাপের কথা বলে তিনি জামিন পাচ্ছেন না।