শেষ আপডেট: 17th May 2024 17:37
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফেরালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
একই সঙ্গে বিচারপতি মৌখিকভাবে পুলিশকে এই নির্দেশও দেন যে গঙ্গাধরের বিরুদ্ধে এখনই কোনও আইনি পদক্ষেপ করা যাবে না।
সম্প্রতি সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। দ্য ওয়াল অবশ্য এই সংক্রান্ত কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি। প্রথম ভিডিওতে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায়, সন্দেশখালির ঘটনা সাজানো। ধর্ষণের অভিযোগ মিথ্যে। এমনকী টাকার বিনিময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালির ঘটনা সাজিয়েছিলেন বলেও ভাইরাল ভিডিওতে গঙ্গাধরকে বলতে শোনা যায়।
ভাইরাল ওই ভিডিওকে সামনে রেখে বিজেপি নেতা গঙ্গাধরের বিরুদ্ধে থানাতে অভিযোগও দায়ের হয়। এরপরই ভাইরাল হওয়া ভিডিওগুলিকে ভুয়ো দাবি করে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল।
গত মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি সেনগুপ্ত জানিয়েছিলে, সন্দেশখালি মামলার তদন্ত যেহেতু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নজরদারিতে চলছে তাই এই আবেদনেরও শুনানি প্রধান বিচারপতি বেঞ্চে হওয়া উচিত।
একই সঙ্গে ভাইরাল ভিডিওকে ঘিরে পুলিশি সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। এদিন মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফেরৎ পাঠানোর পাশাপাশি আদালত জানিয়েছে, বিজেপি নেতা গঙ্গাধরের বিরুদ্ধে এখনও আইনি কোনও পদক্ষেপ নিতে পারবে না পুলিশ।