কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 12 December 2024 11:28
দ্য ওয়াল ব্যুরো: পর্নোগ্রাফি ছড়ানোর মামলায় রাজ্য পুলিশের তদন্তের গাইড লাইন কী, জানতে চেয়ে ফের পুলিশের ডিজির রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
বস্তুত, এর আগে হাইকোর্টের নির্দেশ মোতাবেক আজ রাজ্যে পুলিশের ডিজি রিপোর্ট দেন। সেই রিপোর্টে সাইবার ক্রাইম থানাগুলির দায়িত্বে থাকা অফিসারদের প্রশিক্ষণ কীভাবে দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়।
বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সেই রিপোর্ট খতিয়ে দেখলেও এবার নদীয়ার মুরুটিয়া থানার মামলার প্রসঙ্গ তুলে এদিন কৃষ্ণনগর সাইবার থানার তদন্তের ত্রুটির ভিত্তিতে ডিজির রিপোর্ট তলব করা হল।
বিচারপতি বাগচীর বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়া হলে সেখানে তদন্তে কী কী তথ্য উঠে এসেছে আর তার ভিত্তিতে তদন্তকারী কোন পথে এগিয়েছেন সেই তথ্যও দেখতে চায় আদালত।
একইসঙ্গে গোটা রাজ্যে এমন পর্নোগ্রাফি সংক্রান্ত কত মামলা আছে, সেই সংক্রান্তও বিস্তারিত রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে এ ব্যাপারে এক সপ্তাহ পরে ফের রিপোর্ট দিতে হবে ডিজিকে।
উল্লেখ্য, নদিয়ায় এক মহিলাকে ধর্ষণের পর তাঁর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। মামলাকারীর অভিযোগ ছিল, এই ঘটনায় কৃষ্ণনগর সাইবার অপরাধ দমন থানা অন্য একাধিক ধারা প্রয়োগ করলেও সাইবার অপরাধের কোনও ধারা প্রয়োগ করেনি। ফলে গ্রেফতারের পরেই জামিন পেয়ে যায় অভিযুক্ত।
কৃষ্ণনগর সাইবার থানার তদন্ত দেখে হতাশা প্রকাশ করেছিল ডিভিশন বেঞ্চ। আইসিকে ভর্ৎসনাও করে আদালত। বিচারপতি বাগচীর পর্যবেক্ষণ ছিল, 'গাল ভরা নাম দিয়ে নতুন যে সাইবার থানা হয়েছে তার হাল আর পাঁচটা সাধারণ থানার মতোই। তা হলে আর নতুন নাম দিয়ে থানা গড়ে লাভ কী? এরপরেই ডিজি-র থেকে রিপোর্ট তলব করেছিলেন তিনি।