শেষ আপডেট: 12th October 2024 08:46
দ্য ওয়াল ব্য়ুরো: শনিবার থেকে শনিবার। টানা ৮দিনে পা দিল জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচি। এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্রতর হচ্ছে আন্দোলন। শুক্রবার নবমীর রাতে নতুন করে আমরণ অনশনে যোগ দিলেন আরও দু'জন জুনিয়র চিকিৎসক।
এরা হলেন, পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। পরিচয় শিশুমঙ্গল হাসপাতালের ইএনটি (নাক, কান, গলা) বিভাগের পিজিটি-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া। আর আলোলিকা কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটি। আন্দোলনকারীদের কথায়, সরকার দাবি না মানা পর্যন্ত এ লড়াই চলবে।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবিতে আন্দোলন চলছে। দ্বিতীয়বারের কর্মবিরতি অল্প দিনের মধ্যে তুলে নিয়ে জুনিয়র ডাক্তাররা এখন অনশন শুরু করেছেন ধর্মতলায়।
গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। প্রথমে অন্যান্য হাসপাতালের ৬ জন অনশন শুরু করলেও পরে যোগ দেন আরজি করের অনিকেত মাহাতো। তবে বৃহস্পতিবার রাতে অনিকেতের শারীরিক অবস্থা সঙ্কটজনক পর্যায়ে পৌঁছে যায়। তাঁকে ভর্তি করা হয় আরজি করের আইসিসিইউতে। এরই মাঝে নতুন করে আমরণ অনশনে যোগ দিলেন আরও দুই জুনিয়র চিকিৎসক।
বস্তুত, আন্দোলনকারীরা জানাচ্ছেন, টানা আন্দোলনের জেরে তাঁদের প্রত্যেকের শারীরিক অবস্থা হয়তো কিছুটা দুর্বল। কিন্তু মনোবল কমেনি। কারণ, প্রথম দিন থেকে এখনও পর্যন্ত যেভাবে রাজপথে নেমে মানুষ পাশে থেকেছে, তাতে উত্তরোত্তর মনোবল আরও বেড়েছে।
ধর্মতলার অনশনমঞ্চ থেকে 'প্রতিবাদের উৎসব' স্লোগান উঠেছিল। নবমীর রাতে সেখানে দেখা গেল ভিড় কাকে বলে। শুক্রবার দূর দূরান্ত থেকে বহু সাধারণ মানুষও অনশন মঞ্চে সামিল হয়ে আত্মবিশ্বাস জুগিয়েছেন অনশনকারীদের।
উৎসবের আবহেও এভাবে মানুষের সমর্থন পেয়ে আপ্লুত আন্দোলনকারীরা একাদশীর দিন সাধারণ মানুষকে এক বেলা না খাওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে স্বাস্থ্য নিরাপত্তায় রাজ্য এখন পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে তা জানিয়ে আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এখন দেখার, কোন পথে সমাধান সূত্র বেরিয়ে আসে।