শেষ আপডেট: 18th October 2024 22:14
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কলকাতার পর এবার জেলা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উপর চাপ বাড়াতে এবার জেলায় জেলায় পথে নামছেন মহিলারা।
তিলোত্তমা কান্ডে দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার সল্টলেকের সিজিওতে সিবিআই দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় 'জাগো নারী, জাগো বহ্নিশিখা' নামে মহিলাদের একটি সংস্থা। এবার একই দাবিতে শুক্রবার ওই সংস্থার পক্ষ থেকে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হল।
গত ৯ অগস্ট আরজি করে নারকীয় হত্যা-ধর্ষণের শিকার হন ডাক্তারি ছাত্রী। তারই প্রতিবাদে দোষীদের কঠোরতম শাস্তি এবং দ্রুত বিচারের দাবিতে দিকে দিকে আন্দোলন সংগঠিত হচ্ছে। একই দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।
তাঁদের সমর্থন জানাতে এবং সিবিআইয়ের ওপর চাপ তৈরি করতে এবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হবে বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক সামস নুর খাতুন। এরই অঙ্গ হিসেবে শুক্রবার জলপাইগুড়ি শহরের সমাজ পাড়া থেকে একটি প্রতিবাদ মিছিল সারা শহর পরিক্রমা করে।
প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সব মহল কার্যত সমর্থন করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টরা, তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমজনতার স্বতস্ফূর্ত সমর্থন দেখে বৃহস্পতিবার প্রথম দফায় ধর্মতলার চার প্রান্তের চারটি জায়গায় 'গণস্বাক্ষর' কর্মসূচি নেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের আন্দোলন সম্পর্কে সাধারণ মানুষের মতামত জানাতে এই উদ্যোগ বলে জানানো হয়।
শহরের পর এবার গ্রামে গ্রামে গিয়েও 'গণস্বাক্ষর' নেওয়ার ভাবনায় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারই মাঝে ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পথে নামতে দেখা গেল মহিলাদের।