শেষ আপডেট: 9th November 2024 10:06
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে তিন মাস অতিক্রান্ত। শনিবার আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় শনিবার তিন মাস পূর্তি হচ্ছে।
এই উপলক্ষ্যে এদিন একগুচ্ছ কর্মসূচি নিয়েছে জুনিয়র ডাক্তাররা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয়েছে, 'বিচারহীন ৯০ দিন' শিরোনামে কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল হবে। এছাড়াও 'দ্রোহের গ্যালারি', রক্তদান শিবিরের আয়োজন করেছেন আন্দোলনকারীরা।
জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা বলেন, "দেখতে দেখতে ৯০ দিন অতিক্রান্ত। এখনও সহপাঠীর নির্যাতিতার সুবিচার পেলাম না।" একই সঙ্গে তাঁরা এও বলেন, "তিলোত্তমার বিচার না নিয়ে আমরা আন্দোলন ছাড়ছি না। রাজপথও ছাড়ছি না।''
গত ৮ অগস্ট গভীর রাতে আরজি করের চারতলার সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর রক্তমাখা দেহ উদ্ধার হয়েছিল। কর্মস্থলে এভাবে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের প্রতিবাদে সেদিন থেকেই গর্জে উঠেছিল সমাজ। ঘটনার ৪দিন পর তদন্তভার গ্রহণ করে সিবিআই। সময়ের সঙ্গে সঙ্গে সেই আন্দোলন আরও তীব্রতর হয়েছিল।
খুন ধর্ষণ কাণ্ডে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার আইসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তবে ধর্ষণ-খুন কাণ্ডে সঞ্জয় ছাড়া দ্বিতীয় কোনও গ্রেফতার হয়নি। এ ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া থেকে নির্যাতিতার পরিবারের।
যদিও সিবিআই এর তরফে ইতিমধ্যে শিয়ালদহ আদালতে জমা দেওয়া হয়েছে চার্জশিট। আগামী ১১ নভেম্বর থেকে নিম্ন আদালতে শুরু হবে শুনানি পর্বও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে।
তবে বিচারের দাবিতে শনিবার থেকে ফের বৃহত্তর আন্দোলনে নামতে পারেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যে তার ইঙ্গিতও মিলেছে। গত ৬ নভেম্বর এ ব্যাপারে মুখ্যসচিবকে চিঠি দিয়ে হাসপাতালের নিরাপত্তা, পরিকাঠামোগত উন্নতি-সহ একাধিক দাবি দাওয়া নিয়ে ফের আলোচনা চেয়ে চিঠি দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
বিচারের দাবিতে ধর্না অবস্থানের পর ১০ দফা দাবিতে ধর্মতলায় টানা আমরণ অনশনে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। গত ২১ অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। ওই বৈঠকে প্রশাসনিক আশ্বাসের পর অনশন কর্মসূচি প্রত্যাহার করেছিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন, বৈঠকের আলোচ্য বিষয়গুলি এখনও পূরণ হয়নি।
৯ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ফের টানা আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে থ্রেট কালচারের পাল্টা অভিযোগ এনে পৃথক সংগঠন গড়েছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। শনিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁদেরও।
সব মিলিয়ে আরজি কর কাণ্ডের তিন মাস পূর্তিতে নতুন করে সরগরম হতে চলেছে রাজপথ। সেখান থেকে নতুন কোনও দাবি ওঠে কিনা, আপাতত সেদিকেই নজর সকলের।