শেষ আপডেট: 9th February 2023 16:42
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ কয়েক আগের কথা। খিদিরপুরে মধুসূদন লাইব্রেরির অনুষ্ঠানে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনাকে অনেকে জনতার বিচারপতি বলেন। প্রশ্ন থামার আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) জবাব ছিল, ‘জানি না কেন বলেন। আমি সোশ্যাল জাস্টিস দিতে বিশ্বাস করি। অর্থাৎ মানুষ যাতে দ্রুত বিচার পান!’
সেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় যখন সেন্ট্রাল পার্কে বইমেলায় (Kolkata Book Fair 2023) হাঁটছেন তখন দেখা গেল মানুষ কার্যত ছেঁকে ধরছেন তাঁকে। তিনি হেঁটে যাচ্ছেন, তাঁর পিছন পিছন এগিয়ে চলেছে মানুষের ভিড়।
একাধিক স্টলে এদিন ঘুরে ঘুরে বই দেখেন বিচারপতি। মাঠ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন তখন নানান আর্জি, আকুতি ভেসে আসে তাঁর উদ্দেশে। কাউকে বলতে শোনা যায়, ‘আমরা চাকরি পেয়েছি। যাঁরা পাননি তাঁদের যন্ত্রণা বুঝি। আপনিই তাঁদের রক্ষাকর্তা।’
এক যুবক বিচারপতির উদ্দেশে বলেন, ‘স্যার, ২০১৭ সালের টেটের কেসটা একটু দেখুন!’ জবাব দিতে গিয়ে সেই যুবকের হাত চেপে ধরেন বিচারপতি। তারপর বলেন, ‘মামলা তো চলছে, দেখুন না কী হয়!’
এদিন বইমেলায় বই লেখার অভিপ্রায়ের কথাও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেইসঙ্গে এও বলেছেন, বিচারপতি হিসেবে দুর্নীতিকে তিনি যেভাবে দেখছেন তারও উল্লেখ থাকবে সেই বইয়ে।
ট্রেনে, বাসে অনেকদিন ধরেই এই বিচারপতিকে নিয়ে আলোচনা হচ্ছে। বিচারপতিও নানান মন্তব্যে ধারাবাহিকভাবে খবরের শিরোনামে থাকছেন। ইতিমধ্যে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া, গণদর্পণের অনুষ্ঠান বা গ্রস্থাগারের কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেওয়ার মতো রীতির বাইরে যেতেও দেখা গিয়েছে তাঁকে। এবার দেখা গেল বইমেলায় হাঁটলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর উদ্দেশে মানুষ জানালেন আকাঙ্ক্ষার কথা।
গাড়িতে সাজানো থরেথরে নোটের বান্ডিল! গড়িয়াহাট মোড়ে উদ্ধার কোটি টাকা