Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'ওদের এক নম্বর শত্রু ট্রাম্প, খুন করতে চায়', ইরানকে নিয়ে বিস্ফোরক দাবি নেতানিয়াহুর‘কী করব? কী বলব আমি? এই জয় দুর্দান্ত!’ লাইভ অনুষ্ঠানে কান্না ধরে রাখতে পারলেন না স্টেইনইরানকে বাঁচাতে ইজরায়েলে পরমাণু বোমা মারতে পারে পাকিস্তান, দাবিWeather Update: বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা! আজ থেকে সব জেলায় শুরু ভারী বৃষ্টি দিঘাগামী বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭, দুই চালকের অবস্থা আশঙ্কাজনক'জ্বর হয়েছিল, আমার বৌ বলল...' এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা থেকে আশ্চর্য রক্ষা গুজরাতের চিকিৎসকেরপুণের সেতু বিপর্যয় যেন 'ম্যানমেড'! পরিকাঠামোগত অডিটের বালাই নেই, ভিড় নিয়ন্ত্রণেও গাফিলতি‘জাতীয় দল থেকে অবসর নাও, আইপিএল খেলো’, করুণ নায়ারকে পরামর্শ দেন দেশের নামকরা ক্রিকেটারপহলগাম নিয়ে লুকোচুরি কীসের? কেন্দ্রকে পঞ্চবাণ ‘মোদীর দূত’ অভিষেকেরভারতীয় হিসাবে নথিপত্র দেওয়ার পরও মুর্শিদাবাদের যুবককে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করেছে বিএসএফ
Justice Abhijit Ganguly - Narendra Modi – BJP

মোদীর সভাতেই কি রাজনীতিতে হাতেখড়ি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কোন আসনে প্রার্থী হতে পারেন!

৬ তারিখ বুধবার বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিচারপতি গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিতে পারেন। সম্ভবত সেই কারণেই তিনি মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন। যাতে একদিন পর বিজেপিতে যোগ দিতে পারেন। 

মোদীর সভাতেই কি রাজনীতিতে হাতেখড়ি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কোন আসনে প্রার্থী হতে পারেন!

শেষ আপডেট: 3 March 2024 21:05

দ্য ওয়াল ব্যুরো: মার্চের নিস্তরঙ্গ রবিবার দুপুরে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন যে মঙ্গলবার বিচারপতির পদ থেকে তিনি ইস্তফা দেবেন। তার পর তিনি রাজনীতিতে নেমে পড়বেন। 

এখন কোটি টাকার প্রশ্ন হল, কোন রাজনৈতিক দলে যোগ দিতে পারেন তিনি? 

বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে যে অন্তত যোগ দেবেন না তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। তাঁর কথায়, “বাংলার শাসকদলের চ্যালেঞ্জ গ্রহণ করেই তো রাজনীতিতে নামছি। ওরাই চ্যালেঞ্জ করছিল যে ক্ষমতা থাকলে যেন রাজনীতিতে নেমে পড়ি। তাই ওই দলে যোগ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না”। এখানেই না থেমে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “ইতিহাসে আমরা মৌর্য্য সাম্রাজ্যের কথা পড়েছি। আর এখন দেখছি চৌর্য সাম্রাজ্য”।

তবে গেরুয়া শিবিরের একটি সূত্র থেকে দাবি করা হচ্ছে, ৬ তারিখ বুধবার বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিচারপতি গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিতে পারেন। সম্ভবত সেই কারণেই তিনি মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন। যাতে এক দিন পর বিজেপিতে যোগ দিতে পারেন। 

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্য বিজেপির দু-এক জন নেতা ব্যক্তিগত স্তরে সম্পর্ক রেখে চলেন বলে আগেই জানা গিয়েছিল। সূত্রের মতে, তাঁকে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা আসন থেকে প্রার্থী করা হতে পারে। 

তবে এ ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার এসব কিছু জানা নেই। আমি এ নিয়ে কিছু বলতে পারব না।” অন্যদিকে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, উনি বিজেপি এলে স্বাগত। তাতে বাংলায় বিরোধী রাজনীতি আরও শক্তিশালী হবে। রাজ্যের রাজনীতিও সমৃদ্ধ হবে। 

অগস্ট মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অবসর গ্রহণের কথা ছিল। অর্থাৎ তাঁর কর্মজীবন অগস্টে শেষ হওয়ার কথা। মানে আর ৬ মাসও বাকি নেই। তার আগে তিনি যখন মার্চ মাসে ইস্তফা দিতে চলেছেন, তাতেই বোঝা যাচ্ছে লোকসভা ভোটে প্রার্থী হবেন তিনি। এখন দেখার সত্যিই কোন রঙেতে গা ভাসান প্রতিবাদী এই মুখ।


ভিডিও স্টোরি