শেষ আপডেট: 15th September 2023 11:33
দ্য ওয়াল ব্যুরো: ভরা এজলাস। হাইকোর্টের (Calcutta High Court) ১৭ নম্বর এজলাসে মন দিয়ে মামলা শুনছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাথমিকে চাকরি পাননি বলে অভিযোগ করেন মামলাকারী!
বিচারপতি: দুর্গা বানান কী, বলুন তো?
মামলাকারী: (কিছুক্ষণ চুপ থেকে) দূর্গা!
বিচারপতি: মাঠে চাষ করি বানান কী?
মামলাকারী: মাঠে চাষ করী!
বিচারপতি: করি বানান ক, র-এ ই, ঈ নয়!
দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা আমনা পারভীন চাকরির দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন। তাঁর বক্তব্য 'যোগ্যতা' থাকা সত্ত্বেও চাকরি পাননি তিনি। প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য ছিল, ইন্টারভিউতে পাশ করতে পারেননি মামলাকারী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওই ইন্টারভিউর ভিডিও দেখেন এজলাসে।
তারপরই বিচারপতি মামলাকারীকে দুটি বানান জিজ্ঞেস করেন। সেই দু'টি বানানই ভুল বলেন মামলাকারী। শেষে বিচারপতি মামলাকারীর কাছে জানতে চান, ইন্টারভিউতে কী জিজ্ঞেস করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে মামলাকারী বলেন, কী বিষয়ে তিনি পড়াতে চান সেটাই জানতে চাওয়া হয়।
২০১৪ সালের টেট পরীক্ষা দিয়েছিলেন আমনা। কিন্তু পাশ করতে পারেননি। কিন্তু আদালতে দাবি করেন, পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। সেই নম্বর পেলে, তিনি চাকরি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। বিচারপতি পর্ষদকে নির্দেশ দেন, যেন সেই নম্বর দেওয়া হয়। পাশাপাশি ফের ইন্টারভিউ ও অ্যাপটিউড পরীক্ষা নেওয়ার জন্য।
হাইকোর্টের নির্দেশ মোতাবেক ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন আমনা পারভীন। কিন্তু এদিন বিচারপতির নেওয়া 'ইন্টারভিউ'তে ডাহা ফেল করেন তিনি! বিচারপতি আর একদিন মামলাকারীকে তৃতীয় সুযোগ দেননি। সোজা খারিজ করে দেন মামলা।
আরও পড়ুন: ধর্মতলার বাসস্ট্যান্ড সরবে কি? বহুতল কার পার্কিংয়ের পরিকল্পনা রাজ্যের, রিপোর্ট চাইল হাইকোর্ট