শেষ আপডেট: 3rd March 2024 18:51
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। রবিবাসরীয় দুপুরে এই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যে সরাসরি রাজনীতিতে আসছেন সেটাও জানিয়েছেন। কিন্তু কোন দলে, কবে যোগ দেবেন, লোকসভায় প্রার্থী হতে তাঁকে দেখা যাবে কিনা, এই সব প্রশ্নের উত্তরে তিনি মুচকি হেসেছেন। শুধু বলেছেন, সব প্রশ্নের উত্তর মঙ্গলবার দেবেন।
সংবাদমাধ্যমে তাঁর সাক্ষাৎকারের পরই হইচই পড়ে গেছে বাংলার রাজনৈতিক মহলে। সঙ্গে সঙ্গে অঙ্ক কষা শুরু হয়ে গেছে যে তিনি কোন দলে যোগ দেবেন। তবে একটি বিষয় স্পষ্ট, বিচারপতি গঙ্গোপাধ্যায় তৃণমূলে যোগ দিচ্ছেন না। তা তিনি কার্যত নিজেই জানিয়ে দিয়েছেন। কিন্তু তিনি কোথায় যোগ দেবেন সেই সম্পর্কে বারবার প্রশ্ন করলেও রবিবার কোনও উত্তর দিতে চাননি বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তরে রবিবার বিচারপতিকে শুধু বলতে শোনা যায় যে, ''যা বলব মঙ্গলবার বলব। সব প্রশ্নের উত্তর সেদিন দেব। আর কোনও কিছু বলতে পারব না।'' এই প্রেক্ষিতে তিনি জানান, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বাইরে মাস্টারদা সূর্য সেনের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন। তবে সংবাদমাধ্যমকে বিচারপতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁকে সমর্থন করার জন্য।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্যের দুর্নীতির ইস্যু নিয়ে সংবাদমাধ্যম যেভাবে প্রচার করেছে, যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছে তাতে তিনি অত্যন্ত খুশি। তাঁর কথায়, ''যে সমর্থন আমি আমার কাজের সময়ে পেয়েছি, আমি সংবাদমাধ্যমের কাছে ঋণী। সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে ক্রমাগত প্রচার করে গেছে। তার জন্য মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই।''
পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, কোনও একটি রাজনৈতিক দলের সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথা হয়ে গেছে। কোন আসন থেকে তিনি প্রার্থী হবেন সেটাও প্রায় নিশ্চিত। তাই তিনি এভাবে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন।