শেষ আপডেট: 10th August 2023 13:42
দ্য ওয়াল ব্যুরো: 'আমার হাত আবার যদি বেঁধে দেওয়া হয়। আমি তো কিছু করতে পারব না। কিন্তু আমি সুপ্রিম কোর্টকে কিছু অনুরোধ করতে পারি (Justice Abhijit Gangopadhyay regrets supreme courts order)। 'বৃহস্পতিবার শিক্ষা দুর্নীতির একটি মামলার এই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।
স্কুলের শিক্ষক পোস্টিং দুর্নীতির মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, হাইকোর্টের নির্দেশ ছিল, মানিকের বিরুদ্ধে নতুন করে এফআইআর করে তদন্ত করবে সিবিআই। আর্থিক অনিয়ম খুঁজবে ইডি। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যান মানিক। গত সপ্তাহে শীর্ষ আদালত ওই মামলায় স্থগিতাদেশ দেয়।
সূত্রের খবর, শীর্ষ আদালতে মানিকের আইনজীবীরা অভিযোগ করেন, তাঁদের মক্কেলের বক্তব্য না শুনেই হাইকোর্ট একতরফা রায় দিয়েছে। এতে ন্যাচরাল জাস্টিস বা ন্যায় বিচার বিঘ্নিত হয়েছে। হাইকোর্টের আরও নির্দেশ ছিল, মানিককে জেরার ভিডিওগ্রাফি করতে হবে। হাইকোর্টের এজলাসে সেই ভিডিও দেখা হবে।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, 'যাঁরা ঘুষ দিয়ে চাকরি করছেন, তাঁরা অপরাধ স্বীকার করার পরেও কোনও মামলায় কীভাবে স্থগিতাদেশ হয় বুঝতে পারি না। সবই কি ন্যাচারাল জাস্টিস?'
এজলাসে উপস্থিত প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বিচারপতির মন্তব্যের প্রেক্ষিতে জানান, 'সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন ন্যাচারাল জাস্টিসের দোহাই দিয়ে কোনও মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত না করাই উচিত।'
অন্য এক আইনজীবী বলেন, 'ধর্মাবতার আপনি যা করে দিয়েছেন তাতে অনেকের ঘুম উড়ে গিয়েছে। আমার মামলায় আপনার নির্দেশের পরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাতে ঘুমাতে পারছেন না।'
আরও দেখুন:
শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'নাগরিকদের সঙ্গে কেউ দুষ্টুমি করবেন তা আমি সহ্য করব না। কেন সাধারণ মানুষকে কোর্টে দৌড়ে আসতে হবে? কেন সরকারি আধিকারিকরা নিজের কাজ করেন না? এটা আমার পছন্দ নয়।'
তাঁর মন্তব্য, আমার নির্দেশে কেউ যদি ঘুমাতে না পারেন তা হলে বলব হাইকোর্টের গরিমা অক্ষুণ্ণ রয়েছে। এখনও হাইকোর্টের নির্দেশকে মানুষ ভয় পান।'
আরও পড়ুন: প্রাথমিকের ১৫৩৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ, সময় বেঁধে দিল হাইকোর্ট