ফাইল ছবি।
শেষ আপডেট: 3rd December 2024 14:14
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসকে মেডিক্যাল কাউন্সিলে অন্তর্ভুক্তি করা নিয়ে প্রশ্ন তুলে সোমবার রাত থেকে সল্টলেকে ধর্নায় বসেছেন সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।
সল্টলেকে রয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক। রাতভরের পর মঙ্গলবারও সেখানে ধর্না বিক্ষোভে বসে রয়েছেন সিনিয়র চিকিৎসকরা। এদিন তাঁদের ধর্না মঞ্চে দেখা গেল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসদের একাংশকেও। বাকিরা কোথায়? জুনিয়র ডক্টরসরা জানান, সামনেই পরীক্ষা রয়েছে। ফলে সবাই পড়াশোনায় ব্যস্ত রয়েছে। তার মধ্যেও সময় বের করে তাঁরা প্রায় সকলেই সিনিয়রদের ধর্না অবস্থানে শামিল হবেন।
গত ৮ অগস্ট গভীর রাতে আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জেলে রয়েছেন। আরজি ঘটনা প্রকাশ্যে আসার পরেই সেই সূত্র ধরে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক অভীক দেও বিরূপাক্ষ বিশ্বাসের নামও সামনে এসেছিল। সে সময় মেডিক্যাল কাউন্সিল থেকে তাঁদের সাসপেন্ড করা হয়েছিল বলে জানানো হয়েছিল।
চার মাসের ব্য়বধানে সোমবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে আরজি করে কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক অভীক দে কে উপস্থিতি থাকতে দেখা যায়। যা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ।
অভীক-বিরূপাক্ষদের বিরুদ্ধে থ্রেট কালচার থেকে দুর্নীতি, হাজারও অভিযোগ রয়েছে, জানিয়ে সিনিয়র চিকিৎসকদের একাংশের প্রশ্ন, আরজি কর মামলা এখনও বিচারাধিন। তারই মধ্যে এভাবে অভীকের বয়ানের ভিত্তি করে মেডিক্যাল কাউন্সিল কীভাবে তাঁকে বৈঠকে যোগ দেওয়ার সম্মতি দেওয়া হল? তা হলে ঘটনার সময় সাসপেন্ডের যে কথা বলা হয়েছিল, তা কি স্রেফ লোক দেখানো ছিল?
এ ব্যাপারে সোমবার এক ভিডিও বার্তায় মেডিক্যাল কাউন্সিলের অন্যতম কর্মকর্তা তৃণমূলের চিকিৎসক নেতা, বিধায়ক সুদীপ্ত রায় বলেন, "কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে অভীককে মেডিক্যাল কাউন্সিলের মিটিংয়ে আসতে বারণ করা হয়েছিল। তবে সে জানায়, যে চার্জশিটে তার নাম নেই। তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। যে কারণে অভীক দে"কে আমরা মিটিংয়ে অংশ নিতে বলি।"
বিষয়টি প্রকাশ্যে আসার পরই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার রাত থেকে সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে ধর্নায় বসেছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। মঙ্গলবারও তা অব্যাহত। যদিও এ ব্যাপারে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।