শেষ আপডেট: 19th September 2024 23:19
প্রীতি সাহা
৪১ দিন পর অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে ধর্না মঞ্চে এসে পৌঁছনো অতিরিক্ত শুকনো খাবার, পানীয় জল, জামাকাপড় নিয়ে আগামীকাল শুক্রবার রাজ্যের বন্যা দুর্গত এলাকায় পৌঁছবেন তাঁরা। সেখানে নির্যাতিতার স্মৃতিতে মেডিক্যাল ক্যাম্পও করবেন তাঁরা।
এদিন রাতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না মঞ্চ থেকে একথা জানিয়ে আন্দোলনকারীরা বলেন, "সহপাঠীর বিচারের দাবিতে আমরা পথে নেমেছিলাম। এই ৪১ দিন ধরে মানুষ যেভাবে আমাদের সমর্থন জানিয়ে রাস্তায় নেমে এসেছে, খাবার পৌঁছে দিয়েছে তার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারব না।"
আন্দোলনকারীরা বলেন, গত ৪১ দিন ধরে লাখো লাখো মানুষ যেভাবে আমাদের পাশে থেকেছেন একইভাবে এখন রাজ্যের বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর সময় এসেছে। তাই মানুষের পাঠানো অতিরিক্ত শুকনো খাবার, জল, জামাকাপড় নিয়ে আমরা দুর্গত এলাকার মানুষের পাশে পৌঁছব।
ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার থেকে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে মেডিক্যাল ক্যাম্প করবেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, নির্যাতিতার স্মৃতিতে হবে ওই ক্যাম্পগুলি।
গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ। তারপর থেকেই বিচারের দাবিতে আরজি করের সামনে আন্দোলনে নামেন চিকিৎসকরা। পরে রাজ্য তথা সারা দেশ, বিশ্বে ছড়িয়ে পড়ে আন্দোলনের ঢেউ। আন্দোলনকে সমর্থন জানিয়ে পথে নামেন সাধারণ মানুষও।
এরপরে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন আন্দোলনকারীরা। সরকার অধিকাংশ দাবি মেনে নেওয়ায় আগামীকাল দুপুরের পর স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠে যাচ্ছে অবস্থান মঞ্চ।
প্রসঙ্গত, আন্দোলনকারীদের সমর্থনে শুধু পথে নামা নয় এতগুলি দিন ধরে সাধারণ মানুষের তরফে তাঁদের খাবার, জল-সহ জামাকাপড়ও পৌঁছে দেওযা হচ্ছিল। যা জমতে জমতে কার্যত স্তুপে পরিণত হয়েছে। অতিরিক্ত ওই খাবারই দুর্গত এলাকায় পৌঁছে দেবেন জুনিয়র চিকিৎসকরা।