শেষ আপডেট: 1st October 2024 14:25
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের পর রাজ্য সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করছে না। এই অভিযোগ তুলে ফের একবার পূর্ণ কর্মবিরতির ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি একাধিক কর্মসূচিও রয়েছে তাঁদের মঙ্গল এবং বুধবার। কিন্তু আর কয়েকদিন পরই তো দুর্গাপুজো। সেই সময়ে তাঁদের আন্দোলন কোন পথে এগোবে? জুনিয়র ডাক্তাররা এই নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছেন।
রাজ্য সরকারের কাছে নতুন করে ১০ দফা দাবি রেখেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। বুধবার মহালয়া, তার আগের দিন থেকেই পূর্ণ কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। এদিন বিকেলে তাঁদের একটি মিছিল রয়েছে, বুধবারও রয়েছে কর্মসূচি। কিন্তু আগামী সপ্তাহে অর্থাৎ পুজোর মধ্যে তাঁরা কোন পথে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন তার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। সূত্রের খবর, এই বিষয় নিয়ে আলাদা করে বৈঠক করবে জুনিয়র ডাক্তারদের মঞ্চ। তারপরই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
এতদিন সাধারণ মানুষের পূর্ণ সহায়তা পেয়ে এসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা যখনই যেখানে অবস্থান করেছেন, সেখানে আমজনতার উপস্থিতিও লক্ষ্য করা গেছে। কিন্তু পুজোর মধ্যে সাধারণ মানুষের কতজন আন্দোলন নিয়ে এত স্বতঃস্ফূর্ত থাকবেন তা নিয়ে ধন্দ রয়েছে। একই সঙ্গে, পুজোর রাত দখলের মতো কোনও কর্মসূচি কতটা সফল হবে তা নিয়েও সন্দেহ। সেই প্রেক্ষিতে আন্দোলন কী ভাবে এগিয়ে যান জুনিয়র ডাক্তাররা, সেই দিকে সকলের নজর।
পুজোর মধ্যে আন্দোলন চললে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হবে কিনা সে নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ এই সময়ে অনেক সিনিয়র ডাক্তাররা ঘুরতে যান। তাই অনেক হাসপাতাল জুনিয়র ডাক্তারদের ওপরই নির্ভর করে পুজোর সময়টাই। তাই ওই সময় আন্দোলন করলে সাধারণ মানুষের অসুবিধা হওয়ার পরিস্থিতি তৈরি হতেই পারে। এই বিষয়টি মাথায় রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।