শেষ আপডেট: 14th December 2024 10:53
দ্য ওয়াল ব্যুরো: বিচার চেয়ে ফের রাজপথে নামছেন জুনিয়র ডাক্তাররা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে শনিবার দুপুরে সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে।
সিজিওতে রয়েছে কেন্দ্রীয় সরকারের একাধিক দফতর। রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দফতরও। সেখানেই ঘেরাও অভিযান করে বিচারের দাবি জানাবেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
গ্রেফতারের ৯০ দিন পরেও চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে শুক্রবার আরজি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করেছে শিয়ালদহ আদালত। যার জেরে জেলমুক্তি ঘটেছে টালা থানার প্রাক্তন ওসির। তবে অন্য আর একটি মামলায় নাম থাকায় এখনই জেল মুক্তি ঘটছে না সন্দীপ ঘোষের
তবে এভাবে অভিযুক্তদের জামিন মঞ্জুর হয়ে যাওয়ায় কড়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে জুনিয়র চিকিৎসকদের মধ্যে। পরিস্থিতির জন্য সিবিআইকেই দুষছেন তাঁরা। সে কারণেই বিচার আদায়ে ফের রাজপথে নেমে আন্দোলনের কথাও জানিয়েছেন তাঁরা।
আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার বলেন, "এই রায়ে আমরা সবাই হতাশ। এতবড় একটা ঘটনা ঘটল, এতকিছু পরেও যদি তথ্যপ্রমাণ লোপাটে অভিযুক্তরা জামিন পেয়ে যায়, তা হলে বিচার ব্যবস্থার ওপর আস্থা থাকবে কি করে?"
খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। "সিবিআইয়ের উচিত ছিল ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করা। আশা করব, এবার অন্তত তাঁরা দ্রুত তদন্তপ্রক্রিয়া সম্পূর্ণ করে আদালতে চার্জশিট পেশ করবেন।"
সে কারণেই যে আন্দোলন তীব্রতর করতে ফের মাঠে নামা তাও স্পষ্ট করে দিয়েছেন নাইয়ার। তিনি বলেন, "নিজেদের যুদ্ধটা নিজেদেরই লড়তে হবে। একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছি, বিচার পেতে হলে আন্দোলনটা চালিয়ে যেতে হবে। না হলে ন্যায় বিচার পাওয়াটা কঠিন হযে দাঁড়াবে।"
আন্দোলনকারী আর এক চিকিৎসক আসিফ আসরাফের কথায়, "সিবিআই খুব ধীর গতিতে তদন্ত করছে, এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি। অথচ আমাদের বারে বারে বোঝানো হয়েছে, যে সিবিআই তার কাজ করছে। সিবিআই সময়ে চার্জশিট দিতে না পারার ফলেই অভিযুক্তরা জামিন পেয়ে গেল, এটা খুবই নিন্দনীয়।"