জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ ও তৃণমূল কাউন্সিলর অরুপ চক্রবর্তী
শেষ আপডেট: 1st October 2024 13:37
দ্য ওয়াল ব্যুরো: ময়নাতদন্তে গাফিলতি থাকলে জুনিয়র ডাক্তাররা কেন সই করেছিলেন? রবিবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ তুলেছিলেন তৃণমূল কাউন্সিলর অরুপ চক্রবর্তী। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে আরজি করের জুনিয়র ডাক্তাররা পাল্টা জানিয়ে দিলেন, ময়নাতদন্তের বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী ডাক্তার পড়ুয়া কিঞ্জল নন্দের অভিযোগ, 'ময়নাতদন্তের বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।' ময়নাতদন্তের নথিতে জুনিয়র ডাক্তারদের সই ছিল, একথা স্বীকার করে কিঞ্জল বলেন, ‘ময়নাতদন্তে অসহযোগিতার দায় কোনওভাবেই জুনিয়র ডাক্তারদের নয়।’
কিঞ্জলের পাল্টা অভিযোগ, 'নির্যাতিতা ডাক্তার পড়ুয়ার ময়নাতদন্ত হয়েছিল বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। ম্যাজিস্ট্রেট, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সবাই সেখানে উপস্থিত ছিলেন। ওখানে জুনিয়র ডাক্তারদের সই থাকলেও ময়নাতদন্তের স্বচ্ছতার দায় তাঁদের ঘাড়ে চাপিয়ে মিথ্যা দোষারোপ করা হচ্ছে।’
ডাক্তার পড়ুয়া কিঞ্জল আরও জানিয়েছেন, ‘আমরা প্রথম থেকেই চেষ্টা করেছিলাম এই নারকীয় ঘটনাকে যাতে কোনওভাবেই অন্যদিকে চালিয়ে দেওয়া না হয় এবং নির্যাতিতার প্রতি সুবিচারের দাবিতে আমরা প্রথম থেকেই সরব হয়েছিলাম। কিন্তু রাজনৈতিক দলের নেতারা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে একের পর এক অসত্য দাবি করছেন।’
রবিবার আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে জুনিয়র ডাক্তাররা কেন সন্তুষ্ট হয়ে সই করেছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কাউন্সিলর অরুপ। অরূপ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, ‘আরজি কর-কাণ্ডে পোস্টমর্টেম রিপোর্টে নাকি প্রচুর অসঙ্গতি আছে, অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে আরজিকর মেডিক্যাল কলেজের যে নতুন কমিটি তৈরি করা হয়েছে যার সভাপতি এই আন্দোলনের অন্যতম মুখ ড: অনিকেত মাহাতো এবং সহ সভাপতি ড: কিঞ্জল নন্দ সহ একাধিক আন্দোলনকারী ডাক্তাররা আছেন সেখানে।
তৃণমূল কাউন্সিলরের আরও প্রশ্ন, আশ্চর্যজনকভাবে সেখানে ড: তিতাস পাল, ড: রিয়া বেরা এবং ড: রমা বেরার নাম রয়েছে সহ কোষাধ্যক্ষ, এক্সিকিউটিভ সদস্য এবং জুনিয়র প্রতিনিধি হিসেবে যারা পোস্টমর্টেম টিমের সদস্য ছিলেন এবং তারা লিখিত ভাবেই জানিয়েছিলেন যে আরজিকর কান্ডে নির্যাতিতার পোস্টমর্টেম প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনেই করা হয়েছে এবং তারা সন্তুষ্ট।'
মঙ্গলবার নতুন করে কর্মবিরতি ঘোষণা করে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানালেন, তাঁদের আন্দোলনকে কোনওভাবেই বিপথে চালিত করা যাবে না। নির্যাতিতার সুবিচারের দাবিতে তাঁদের আন্দোলন জারি থাকবে।