শেষ আপডেট: 12th August 2024 07:27
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার সোমবার থেকে সরাসরি প্রভাব পড়তে চলেছে রাজ্যের চিকিৎসা পরিষেবায়। কারণ রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার সকাল থেকে আরজিকর, কলকাতা মেডিক্যাল-সহ শহর এবং জেলার একাধিক হাসপাতালে জরুরি বিভাগের কাজেও যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। ফলে রোগীদের এবং রোগীর পরিবারের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
সোমবার কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মিছিল করার কথা আরজিকর-সহ কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের পড়ুয়াদের। তাতে সামিল হবেন নির্যাতিত ছাত্রীর মা-বাবাও। মিছিল শুরু হওয়ার পর প্রতিবাদ-বিক্ষোভে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, তার আশঙ্কাও রয়েছে। এই অবস্থায়, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে চিকিৎসক ও অচিকিৎসক কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যে মহিলা চিকিৎসক, ছাত্রী-সহ সার্বিকভাবে নারী সুরক্ষার জন্য ১৫ দফার নির্দেশিকা জারি করেছে লালবাজার। কিন্তু এই সিদ্ধান্তে পুরপুরিই খুশি নন চিকিৎসক পড়ুয়ারা বা জুনিয়র ডাক্তাররা। তাদের স্পষ্ট দাবি, নো সেফটি নো ডিউটি। ইতিমধ্যে কলকাতা মেডিক্যাল কলেজে একটি জেনারেল বডি-র বৈঠক ডাকা হয়েছিল। তাতে উপস্থিত ছিলেন রাজ্যের সরকারি এবং বেসরকারি মিলিয়ে মোট ১২টি হাসপাতালের প্রতিনিধিরা। তাতে আলাদা করে ৬ দফা দাবি তোলা হয়েছে।
সোমবার থেকে শুধু এই কর্মবিরতি শুরু হচ্ছে না। কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি সরকারি হাসপাতালের চিকিৎসকরা রবিবারও কর্মবিরতি পালন করেন। তবে সোমবার থেকে তার ঝাঁজ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। রবিবার পর্যন্ত কোথাও কোথাও আংশিক পরিষেবা চালু ছিল। কিন্তু সোমবার থেকে তাও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
আন্দোলনকারীদের তরফে বলা হচ্ছে, পুলিশের সঙ্গে আলোচনায় তাঁরা একাধিক দাবি জানিয়েছেন। তাঁর মধ্যে অপরাধীর কঠোরতম শাস্তির দাবিও রয়েছে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।