শেষ আপডেট: 18th September 2024 17:36
দ্য ওয়াল ব্যুরো: সৌগত রায়ের পর এবার অসিত মজুমদার।
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, "সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণ সত্ত্বেও ওরা কাজে যোগ দেয়নি। উল্টে ডিস্কো বাজিয়ে নাচছিল। তিন চারজন অফিসারের ট্রান্সফার হয়েছে তো কী হয়েছে। তারা তো অন্য কোথাও চাকরি করবে। এই যে দেখানো হচ্ছে অভূর্তপূর্ব জনজাগরণ এগুলো ভিত্তিহীন। এটা জুনিয়র চিকিৎসকদের জয় বলে মনে করি না।"
বুধবার একই কায়দায় জুনিয়র চিকিৎসকদের আক্রমণ করলেন চুঁচড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অসিত বললেন, "মমতাদি অনেক স্নেহ দেখাচ্ছেন। তারপরও জুনিয়র চিকিৎসকরা যা করছেন সেটা কিন্তু বাড়াবাড়ি। ওরা সব সীমা ছাড়িয়ে যাচ্ছে।"
এখানেই না থেমে তৃণমূল বিধায়ক বলেন, "চিকিৎসক হিসেবে ওরা ওদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। এই জিনিস কিন্তু মানুষ আর বেশিদিন বরদাস্ত করবে না।"
প্রসঙ্গত, একটানা প্রায় ৪০ দিন ধরে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন কলকাতা তথা রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। সোমবার রাতে বৈঠকের পরে আন্দোলনকারীদের একাধিক দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরেও আন্দোলন প্রত্যাহার করা তো দূরে থাক, ফের নতুন শর্ত সামনে এনেছে আন্দোলনকারীরা।
যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অসিত মজুমদার। মঙ্গলবার একই কারণে ক্ষোভ প্রকাশ করেছিলেন সৌগত রায়ও।
দমদমের সাংসদ এও বলেন, "ওরা যে ভাবে একের পর এক বৈঠক ভেস্তে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, তাতে তৃণমূল কর্মী হিসেবে গায়ে জ্বালা ধরেছে। তবে সেই তো মমতার হস্তক্ষেপেই সমাধান করতে হল। গা জ্বললেও আমরা এতদিন কিন্তু কোনও মন্তব্য করিনি। দল থেকে নির্দেশ ছিল। তবে আন্দোনকারীদের বলব, অনেক আন্দোলন হয়েছে, এবার ওরা কাজে ফিরুক, বাস্তবের মুখোমুখি হোক।"