শেষ আপডেট: 23rd October 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা সোমবার তাঁদের আমরণ অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গোটা ঘটনা পরম্পরা দেখে অনেকের ধারণা যে, অনশন প্রত্যাহারের রাস্তা খুঁজছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের বৈঠকে ডেকে সেই সুযোগ করে দিয়েছে নবান্ন। এই বৈঠকের নেপথ্যে অবধারিতভাবে কোনও ট্র্যাক টু আলোচনা হয়েছে।
তাৎপর্যপূর্ণ হল, সোমবারের এই মাইলফলক ঘটনায় তৃণমূলের অনেকে দিদি তথা নবান্নের জয় দেখলেও, কালীঘাট ও ক্যামাক স্ট্রিটের অফিস থেকে তৃণমূলের সমস্ত নেতাকে বলে দেওয়া হয়েছে, কেউ যেন ডাক্তারদের টিপ্পনি করে কোনও মন্তব্য না করেন। কেউ যেন মস্করা না করেন বা প্ররোচনা না দেন।
স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না ও পরে ধর্মতলায় আমরণ অনশন নিয়ে ধারাবাহিক ভাবে সমালোচনা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু ঘটনা হল, সোমবার নবান্নের বৈঠকের পর কুণালও ডাক্তারদের ব্যাপারে আর কোনও কটাক্ষ করেননি বা তীর্যক মন্তব্য করেননি। বরং অনশন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
কালীঘাট ও ক্যামাক স্ট্রিটের ঘনিষ্ঠ সূত্রের মতে, এই অবস্থানের নেপথ্যে মূলত দুটি কারণ রয়েছে। এক, অনেক চেষ্টা চরিত্র করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। সুতরাং আর কোনও অছিলায় যাতে জটিলতা না বাড়ে তা নিশ্চিত করতে চায় নবান্ন। দুই, শাসক দলের অনেকের মতে, জুনিয়র ডাক্তাররা অনশন করে হয়তো সরকারের থেকে বাড়তি কিছু আদায় করতে পারেননি ঠিকই, কিন্তু বহু মানুষের সহানূভূতি এখনও তাঁদের সঙ্গে রয়েছে। সুতরাং ডাক্তারদের অনশন প্রত্যাহারকে কোনওভাবে তৃণমূলের জয় বা নবান্নের জয় বলে তুলে ধরা সমীচিন হবে না।
দলের এক রাজ্য নেতার কথায়, জুনিয়র ডাক্তারদের বয়স কম, তাঁরা অনেকটাই আবেগতাড়িত। সুতরাং তাঁদের আচরণ যে পোড় খাওয়া রাজনীতিকদের মতো হবে না, সেটাই স্বাভাবিক। তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞ। খেয়াল করে দেখা যাবে, সোমবারের বৈঠকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে অনেক কথায় মুখ্যমন্ত্রীর মতান্তর হচ্ছিল ঠিকই, কিন্তু তার পরেও তিনি তাঁদের বাবা বাছা করে কথা বলেছেন। সুতরাং মুখ্যমন্ত্রী, যখন এই অবস্থান নিয়েছেন, তখন দলের কারও উচিত হবে না ডাক্তারদের কটাক্ষ করা।
তবে দল নির্দেশ দিলেও তৃণমূলে অতি উৎসাহীদের কমতি নেই। তাঁরা ইতিমধ্যে সোমবারের বৈঠক রিল ভিডিও করে সমাজমাধ্যমে ছাড়তে শুরু করেছেন। তার একটা নমুনাও রইল নিচে।