শেষ আপডেট: 3rd December 2023 19:19
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরে তৃণমূল নেতা খুনে অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রবিউল সর্দার। পুলিশ সূত্রে খবর এই রবিউলই নাকি সইফুদ্দিনকে খুন করার জন্য চার লক্ষ টাকা দিয়েছিল। পুলিশের জেরায় এমন কথা জানিয়েছে সে। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
গত ১৩ নভেম্বর বাড়ির কাছে খুন হন জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। তাঁকে খুন করার অভিযোগ ওঠে সিপিএম কর্মীদের বিরুদ্ধে। উত্তপ্ত হয়ে ওঠে দলুয়াখাঁকি গ্রাম। এক পর এক সিপিএম কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এমনকী ঘটনায় জড়িত দুজনকে হাতেনাতে ধরে ফেলে জনতা। তাদের গণপিটুনি দেওয়া হয়। সেই গণপিটুনিতে মারা যায় এক অভিযুক্ত সাহাবুদ্দিন লস্কর। শাহরুল নামে একজনকে গ্রেফতার করা হয়।
ইতিমধ্যে মূল অভিযুক্ত আনিসুর রহমান ও তার আরও এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে আরও কয়েকজনের নাম উঠে আসে। সেখানই শোনা যায় রবিউলের নাম । শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার বাইশ হাটা এলাকা থেকে রবিউলকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। রবিবার তাকে বারুইপুর আদালতে তোলা হয়।