শেষ আপডেট: 2nd April 2022 14:16
দ্য ওয়াল ব্যুরো: মারকুটে প্লেয়ার নামে পরিচিত তিনি। দ্বিতীয় ম্যাচেই সেই রঙ তুলে ধরলেন জস বাটলার (Jos Buttler)। শুধু তাই নয়, আইপিএলের (IPL 2022) চলতি মরসুমে এল প্রথম শতরান তাঁর ব্যাট থেকেই। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬৮ বলে ১০০ রানের যা চকচকে ইনিংস দেখলেন ক্রিকেট প্রেমীরা।
শনিবারের বারবেলায় জস বাটলার তাঁর ইনিংস সাজিয়েছিলেন এগারোটি চার ও পাঁচটি ছয়ে। জশপ্রীত বুমরাহ, কাইল মিলশদের সামনে প্রথম থেকেই বিধ্বংসী হয়ে উঠেছিলেন বাটলার। আইপিএলে শতরান করা যেন বাটলারের অভ্যাসে পরিণত হয়ে গেছে। গত মরসুমেও শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে।
পাশাপাশি, তিনি এখনও পর্যন্ত চলতি মরসুমে সর্বোচ্চ রানের অধিকারী হলেন। পেলেন অরেঞ্জ ক্যাপ। তিনি বলেন, 'খুব ভাল লাগছে। দলের জন্য রান করতে পেরে খুশি। প্ৰথমে একটু নার্ভাস ছিলাম। তবে পরের দিকে রান পেতে শুরু করায় তা কেটে যায়।'
টস জিতে বাটলারদের ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। শুরু থেকেই রানের গতি বাড়িয়ে যেতে থাকেন তিনি। কিন্তু অপরদিকে দ্রুত উইকেট পড়তে থাকে রাজস্থানের। বাটলার বাদে এদিনের ম্যাচে রান রান অধিনায়ক সঞ্জু স্যামসন (২১ বলে ৩০) ও হেটমায়ার (১৪ বলে ৩৫)। সেই সুবাদে রোহিতদের সামনে ১৯৪ রানের লক্ষ্যমাত্রা রাখে রাজস্থান।