শেষ আপডেট: 7th July 2023 11:43
দ্য ওয়াল ব্যুরো: আড়াই দশক পরেও মৃত কনস্টেবলের পরিবার পাননি ফ্যামিলি পেনশন। ওই ঘটনায় মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আদালতের নির্দেশেই শুক্রবার বাসে চড়ে আদালতে এলেন স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিব (Joint Secretary ) ! অন্যদিকে মৃত কনস্টেবলের পরিবার পেনশন না পাওয়ার ঘটনায় ‘কাটমানি’র প্রসঙ্গ টেনে পুলিশ সুপারকে কটাক্ষ করেছেন বিচারপতি।
বৃহস্পতিবার মৌখিক নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, সরকারি গাড়ির বদলে শুক্রবার সকালে পাবলিক বাসে চড়ে আদালতে আসতে হবে স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিবকে (Joint Secretary ) । সরকারি গাড়ি ব্যবহার না করার নির্দেশ ছিল হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের ক্ষেত্রেও। এদিন শুনানির শুরুতেই বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ ওই অফিসারদের কে কীভাবে আদালতে (Calcutta High Court) এসেছেন জানতে চান।
যুগ্ম সচিব আদালতকে জানান, ‘তিনি সরকারি বসে চড়ে এসেছেন।’ আদালত বাসের টিকিট দেখতে চাইলে তা অবশ্য দেখাতে পারেননি ওই আধিকারিক। আর এসপি জানান, ‘তিনি গাড়ি ভাড়া করে এসেছেন।’ এরপরই যুগ্ম সচিব এবং এসপি-র কাছে বিচারপতি জানতে চান, কেন এতদিন ওই পরিবারকে ফ্যামিলি পেনশন দেওয়া হয়নি?
শেষ পর্যন্ত রাজ্যের কৌসুলিকে আদালতের (Calcutta High Court) নির্দেশ, এই অফিসারদের সঙ্গেই স্বরাষ্ট্র দফতরের ঊর্ধ্বতন অফিসারকে আগামী সোমবার হাজিরা দিয়ে কৈফিয়ত দিতে হবে, কেন এতদিন পেনশন দেওয়া হয়নি। ওই দিন এসপিকেও আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। একইসঙ্গে রাজ্যের কৌঁসুলি কে ওইদিন জানাতে হবে, কর্তব্যে গাফিলতির জন্য এই অফিসারদের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ করবে সরকার।
বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে যায় কোর্ট চত্বরে। সময়ে পেনশন না মেলার প্রসঙ্গে, সরকারি দফতরের আঠেরো মাসে বছরের বিষয়টি মনে করিয়ে দেন অনেকেই। আর বাসে চড়ে সরকারের উচ্চ পদস্থ আধিকারিকের আদালতে আসা নিয়ে একাংশের টিপ্পনি, ঠ্যালার নাম বাবাজি!
আরও পড়ুন: পৌঁছয়নি সেন্ট্রাল ফোর্স, বহু জায়গাতেই রাজ্য পুলিশকে নিয়ে বুথে যাচ্ছেন ভোটকর্মীরা