Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার

জিওর জন্মাষ্টমী অফার, ফোনের জন্য লাগবে ১৪১ টাকার ইএমআই

দ্য ওয়াল ব্যুরো: নতুন অফার নিয়ে এসেছে ভারতের টেলিকম জায়েন্ট রিলায়েন্স জিও। এখন জিও ফোন টু পাওয়া যাবে মাসে মাসে মাত্র ১৪১ টাকার বিনিময়ে। জন্মাষ্টামী উৎসব উপলক্ষে এই ইএমআই-এর সুযোগ নিয়ে এল মুকেশ আম্বানির সংস্থা। জিওর এই ফিচার ফোনের দাম ২,৯৯৯

জিওর জন্মাষ্টমী অফার, ফোনের জন্য লাগবে ১৪১ টাকার ইএমআই

শেষ আপডেট: 12 August 2020 13:00

দ্য ওয়াল ব্যুরো: নতুন অফার নিয়ে এসেছে ভারতের টেলিকম জায়েন্ট রিলায়েন্স জিও। এখন জিও ফোন টু পাওয়া যাবে মাসে মাসে মাত্র ১৪১ টাকার বিনিময়ে। জন্মাষ্টামী উৎসব উপলক্ষে এই ইএমআই-এর সুযোগ নিয়ে এল মুকেশ আম্বানির সংস্থা। জিওর এই ফিচার ফোনের দাম ২,৯৯৯ টাকা। কিন্তু সেটা একবারে দিতে হবে না। প্রতি মাসে সবচেয়ে কম দেওয়া যাবে ১৪১ টাকা। তবে রিলায়েন্স জিও-র ওয়েবসাইটে দেওয়া শর্ত অনুযায়ী এই সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমে। আর অর্ডার দিলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে জিও ফোন টু মিলবে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

৩০ হাজার সেনা মোতায়েন পূর্ব লাদাখে, শীতের আগে বড় পদক্ষেপ নয়াদিল্লির

জিও জানিয়েছে, ফোন পাওয়ার পরে জিও রিটেলার বা জিও স্টোর থেকে সিম কার্ড নিয়ে নিতে হবে। সঙ্গে কিছু সুবিধাও দিচ্ছে জিও। ৯৯ টাকার রিচার্জ করলে ২৮ দিনের মেয়াদে ১৪ জিবি ডেটা মিলবে। সঙ্গে ৩০০ এসএমএস ফ্রি এবং বিনামূল্য বিভিন্ন জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। ফ্রি ভয়েস কল তো আছেই।

২০১৭ সালে এই ফোনটি লঞ্চ করে জিও। ডুয়াল সিম সুবিধা ছাড়াও অনেক ফিচার রয়েছে এতে। এটি ফিচার ফোন হলেও এর মাধ্যমে স্মার্টফোনের অনেক সুবিধাই মেলে। ফুল কিবোর্ডের সঙ্গে সঙ্গে রয়েছে বড় ডিসপ্লে। জিও ফোন টু-এ রয়েছে ২.৪-ইঞ্চির ডিসপ্লে, ৫১২ এমবি র‌্যাম এবং ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। যেটা আবার বাড়িয়ে নেওয়া যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে একটি ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। জিপিএস, ব্লুটুথ, এবং এফএম রেডিও ছাড়াও এই ফোনে এইচডি কলিং-এর সুবিধাও রয়েছে। জিওর এই ফোনটি ২৪টি ভারতীয় ভাষা সাপোর্ট করে। এর আকর্ষণীয় ফিচার হল হোয়াটসঅ্যাপ, ইউটিউব ব্যবহার করা যায়।

ভিডিও স্টোরি