শেষ আপডেট: 22nd August 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: একটি ধর্ষণের মামলা এক যুবককে ২২ বছরের কারাদণ্ড শোনালো ঝাড়গ্রাম পকসো আদালত। বুধবার এই রায় ঘোষণা করেছেন বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়।
আদালত সূত্র জানাগিয়েছে, সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম রাজু ভূঁইয়া। তার বাড়ি লালগড় থানা এলাকায়। ২০২০ সালে ২৫ অক্টোবর তাঁর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের হয়। সরকারি আইনজীবী জানিয়েছেন, নাবালিকাকে প্রলোভন দেখিয়ে এক বছর ধরে দিনের পর দিন ধর্ষণ করে গেছে ওই যুবক। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। তখনই ঘটনা প্রকাশ্যে এসে যায়।
এরপরেই নাবালিকার বাবা ও মা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। ওই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে লালগড় থানায় ধর্ষণ অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে। তখন রাজু এলাকা থেকে বেপাত্তা হয়ে যায়। পরে লালগড়ের জঙ্গল এলাকা থেকে রাজু গ্রেফতার করে পুলিশ। ২০২০ সালের ২৬ ডিসেম্বর আদালতে রাজুর বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। এরপরে ২০২১ সালে ৪ জানুয়ারি রাজু জামিন দেওয়া হয়েছিল। কিন্তু মামলা চলতে থাকে। অবশেষে এই মামলায় দোষী সাব্যস্ত হয় রাজু। জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত তিন মাসের শিশু কন্যার বাবা।