শেষ আপডেট: 19th August 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই হুলাপার্টির সদস্যের বিরুদ্ধে হাতির পিঠে গরম শিক গুঁজে দেওয়ার অভিযোগ উঠেছে। এরপরেই বিতর্ক উঠে ঝাড়গ্রামে। অনেকের কথায়, টাকা বিনিময়ে অপ্রশিক্ষতদের হুলাপার্টিতে নিয়োগ দেওয়া হচ্ছে। তাতে মানুষ এবং বন্যপ্রাণী উভয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের নৃশংসতার হাত থেকে রেহাই পাচ্ছে না হাতিরাও। তবে রাখির দিনে মন ভালো করা ছবি দেখা গেল মেদলা হাতি পিলখানায়। সেখানে কুনকি হাতিকে রাখি পরালেন পরিবেশপ্রেমীরা।
গরুমারা জাতীয় উদ্যানের রামসাই বন বিভাগের মধ্যেই পড়ে মেদলা হাতি পিলখানা। সেখানেই বিশেষ এই রাখিবন্ধ উৎসবের আয়োজন করা হয়েছিল। পরিবেশের সঙ্গে মানবতার বন্ধন গড়ে তুলতেই এই উদ্যোগ। এই ভাবে হাতিদের রাখি পরিয়ে বন্যপ্রাণকে সুরক্ষিত রাখার শপথ নেন পরিবেশপ্রেমীরা।
পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার জানান, সাত বছর ধরে এভাবেই তাঁরা হাতিদের রাখি পরিয়ে আসছেন। এই ভাবেই হাতি রক্ষার শপথ নেওয়া হয়। দিন দিন হাতি-মানুষের মধ্যে সংঘাত বেড়ে চলছে। দুর্ঘটনায় মৃত্যু ঘটছে। এই বিষয়ে অনেকটাই উদ্বেগজনক। অনির্বাণের কথায়, ‘সম্প্রতি ঝাড়গ্রামে হাতির গায়ে আগুনের গোলা ছুড়ে মারার মতো নৃশংস ঘটনা নিয়ে শোরগোল পড়ে গেছে। রাখি পরিয়ে তাঁদের রক্ষার অঙ্গীকার নিলাম।’
এদিন রামসাই ক্যাম্পে পাঁচ কুনকি হাতিকে দুপুরে স্নান করিয়ে সাজিয়ে বাইরে বের করা হয়। কালীপুর ইকো ভিলেজে শিলাবতী, আমনা, রামী, অরণ্যা ও রাজাকে নিয়ে যান তাদের মাহুতরা। সেখানে রাখি তাঁদের রাখি পরানো হয়।
এদিন হাতিদের জন্য বিশেষ লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। রাখি পরানোর পর বনকর্মীদের জন্য মিষ্টিমুখে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পরিবেশপ্রেমীদের সঙ্গে ছিলেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের সাউথ রেঞ্জের রেঞ্জ অফিসার সুদীপ দে প্রমুখ।