চিকিৎসকের মৃত্যুতে রাজ্যের রিপোর্ট চাইল আদালত
শেষ আপডেট: 9th January 2025 19:10
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের মৃত্যুর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সেই ঘটনায় ‘থ্রেট কালচার’ এর অভিযোগ তুলেছিলেন অনেকে, যা নিয়ে পরবর্তী কালে হাইকোর্টে মামলা হয়। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। শুনানির পর এই মামলায় রাজ্যের রিপোর্ট চাওয়া হল।
গত ৭ নভেম্বর ঝাড়গ্রামের রঘুনাথপুরে একটি লজের ভিতর থেকে ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। তার পাশে একটি সিরিঞ্জও পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, সিরিঞ্জের মাধ্যমে নিজের শরীরে ওষুধ প্রয়োগ করে আত্মঘাতী হয়েছেন ওই চিকিৎসক। বৃহস্পতিবার রাজ্যের তরফে আদালতে জানানো হয়, সম্পর্কের টানাপড়েনের জেরে আত্মহত্যা করেছেন ওই চিকিৎসক। মৃতের বাবাও কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি। ফলে ‘থ্রেট কালচার’-এর সঙ্গে এর সম্পর্ক নেই বলেই মনে করা হচ্ছে।
আদালত জানিয়েছে, এই সংক্রান্ত ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখা হবে। আপাতত দু’সপ্তাহের জন্য মামলাটি স্থগিত রেখেছেন বিচারপতিরা। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ‘থ্রেট কালচার’ বন্ধ করতে চেয়ে হাইকোর্টে মামলাটি করেছিলেন বিজয়কুমার সিঙ্ঘল। মামলাকারীর আইনজীবীকে এদিন ভর্ৎসনা করে আদালত। পরিবারের তাগিদ না থাকলেও কেন এই মামলা করা হয়েছে, তা নিয়ে বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন।