শেষ আপডেট: 8th December 2023 12:06
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: আস্থাভোট নিয়ে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। পুরআইনের উপরেই আস্থাভোটের বিষয়টি ছেড়ে দিয়েছে উচ্চ আদালত। আর এরপরই ঝালদা পুরসভার কুর্সি দখলের লড়াই আরও জটিল হয়ে উঠেছে। যে পুরপ্রধান পদের জন্য এতদিন কংগ্রেসের সঙ্গে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা চলছিল, এবার সেই লড়াইয়ে কংগ্রেসকেই সঙ্গে নিল শাসকদল। তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভার পুরপ্রধানের অপসারণের দাবিতে বিরোধীদের সঙ্গে নিয়ে অনাস্থা প্রস্তাব আনলো তৃণমূলেরই ৫ কাউন্সিলর।
বৃহস্পতিবার বিকেলে কংগ্রেস এবং তৃণমূলের মোট ৭ জন কাউন্সিলর পুরপ্রধানকে অনাস্থার চিঠি দেন। যার প্রতিলিপি পুরুলিয়ার জেলাশাসক, ঝালদার মহকুমা শাসক এবং ঝালদার এক্সিকিউটিভ অফিসারকে পাঠানো হয়। আর ঘটনাটিকে কেন্দ্র করে প্রকাশ্যে এল তৃনমূলের গোষ্ঠীকোন্দল। অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।
১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় বর্তমানে সমীকরণ রয়েছে তৃণমূল ১০ এবং কংগ্রেস ২ । পুরপ্রধান পদে রয়েছেন কংগ্রেস থেকে তৃনমূলে যোগ দেওয়া শীলা চ্যাটার্জী । এই পরিস্থিতিতে গত ২৩ নভেম্বর পুরপ্রধান শীলা চ্যাটার্জীর অপসারণ চেয়ে আলাদাভাবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ঝালদা পুরসভার ২ কংগ্রেস কাউন্সিলর এবং তৃনমূলের ৫ কাউন্সিলর । সংশ্লিষ্ট মামলায় ৩০ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে জেলা শাসকের তত্ত্বাবধানে ঝালদা পুরসভায় আস্থা ভোট করানোর নির্দেশ দেন।
সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শীলা চ্যাটার্জী। বুধবারই সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। নির্দেশ দেওয়া হয়, পুরপ্রধানের প্রতি আস্থা না থাকলে পুর-আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট রায়ের পরে বৃহস্পতিবার শীলা চ্যাটার্জীর অপসারণ চেয়ে ঝালদা পুরসভার পাঁচ তৃণমূল কাউন্সিলার ও কংগ্রেসের দুই কাউন্সিলর একত্রে অনাস্থা চিঠিতে সই করে চিঠি জমা দেন।