শেষ আপডেট: 11th June 2018 12:31
জয়েন্টে প্রথম, পড়া ছাড়াও নেশা গান-সিনেমাও
দ্য ওয়াল ব্যুরো: জয়েন্ট এন্ট্রান্সে সারা দেশের মধ্যে টপার সে। সে কত ক্ষণ পড়াশোনা করত, সারা দিনের কত ঘণ্টা কী ভাবে কাটাত, তা জানতে উৎসাহী গোটা দেশ। আর সে কি না অবলীলায় বলে বসল, গান শোনা আর সিনেমা দেখায় দিনের অনেকটা করে সময় কাটত তার!
হরিয়ানার পাঁচকুলার ষোলো বছরের কিশোর প্রণব গয়ালের এই কথায় রীতিমতো নাড়াচাড়া পড়ে গিয়েছে শিক্ষা মহলে। ৩৬০-এর মধ্যে ৩৩৭ পেয়ে প্রথম হওয়া প্রণব, ভবনস বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জানিয়েছে, সে আইআইটি বম্বেতে পড়তে চায়। প্রোগ্রাম ডেভেলপার হিসেবে কাজ করতে চায়।
সাফল্যের রহস্য জানতে চায়লে সে জানায়, পড়াশোনা আর বিশ্রামের মধ্যে সামঞ্জস্য রেখে চলাটা খুব জরুরি। ফাঁকি দেওয়াও যেমন ঠিক নয়, তেমনি ঘাড় গুঁজে পড়াশোনার মধ্যে ডুবে থাকাও ঠিক নয়। সে বলে, “আমি রোজ গড়ে পাঁচ-ছয় ঘণ্টা পড়তাম। পরীক্ষার সময় নিয়মিত সিনেমা দেখতাম আর গান শুনতাম। পাঞ্জাবি গান তো আমার কাছে সেরা স্ট্রেস-রিলিফার।”
প্রণবের এক শিক্ষক জানাচ্ছেন, সে যখন ক্লাস ইলেভেনে পড়ত, তখন দিনে এক ঘণ্টাও পড়ত কি না সন্দেহ। কিন্তু ওর মধ্যে তুমুল সম্ভাবনা ছিল, সেটা বুঝতে পেরেই ওর উপর আলাদা করে জোর দেওয়া হয়।