শেষ আপডেট: 18th January 2022 12:47
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে সব আসনেই লড়াই করবে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি ত্যাগী মঙ্গলবার লখনউতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে উত্তরপ্রদেশের মানুষ ত্যাগী ঘোষণা করেন ৪০৩ আসনেই প্রার্থী দেবে জেডিইউ। যোগী আদিত্যনাথের এনডিএ শরিক জেডিইউর এই সিদ্ধান্তের পিছনে রয়েছে বদলার রাজনীতি। যোগী কিছুতেই উত্তরপ্রদেশে নীতীশের দলকে এনডিএ-নিতে চাননি। দলীয় সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপত্তিতেই যোগী হাত মেলাতে চাননি নীতীশের দলের সঙ্গে। কিন্তু গত পাঁচ বছরে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপির। বিহার লাগোয়া পূর্ব উত্তরপ্রদেশে পিছড়া ও অতি পিছড়া সমাজের উপর নীতীশ ও তাঁর পার্টির যথেষ্ট প্রভাব রয়েছে। তিন মন্ত্রী সহ বিজেপি ছেড়ে যাওয়া দশ বিধায়কের বেশিরভাগই বারাণসি, গোরখপুর সহ পূর্ব উত্তরপ্রদেশের নেতা। নীতীশ ওই এলাকায় প্রচারে গেলেও তাঁর পার্টির জেতার সম্ভবনা নেই। কিন্তু লাভ হবে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির। সেটাই চিন্তার কারণ বিজেপির। জনতা দল ইউনাইটেডের নেতা এদিন বলেন, বিহারে বিজেপির সঙ্গে আমাদের সরকার চলছে। আমরা মনে করি বিহারের বর্তমান সরকার সব রাজ্যে মডেল হতে পারে। মুখ্যমন্ত্রী পিছড়া। দুই উপ মুখ্যমন্ত্রী অতি পিছড়া। অন্যদিকে, উত্তরপ্রদেশে পিছড়া অতি পিছড়া জাতিই বিপন্ন বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক মহল মনে করছে, অপমানের বদলা নিতেই যোগীর যাত্রাভঙ্গ চাইছেন নীতীশ।