শেষ আপডেট: 21st October 2024 14:14
দ্য ওয়াল ব্য়ুরো: মেয়ের জন্য বিচার চাইতে নবান্নে আসছেন জয়নগরের নির্যাতিতার বাবা-মা। সোমবার বিকেল তিনটেয় নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা তাঁদের। জয়নগর থেকে তাঁদের সঙ্গে করে নিয়ে আসছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাশ।
৪ অক্টোবর রাতে জয়নগরের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাভূমি থেকে ৯ বছরের শিশুর দেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাতেই গ্রেফতার করা হয় স্থানীয় এক যুবককে। অভিযোগ উঠেছিল শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনা জানাজানি হতেই তেতে ওঠে মহিষমারি এলাকা। পুলিশ ফাঁড়িতেও আগুন লাগিয়ে দিয়েছিল উত্তেজিত গ্রামবাসীরা।
টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিল শিশুটি। পরে গ্রামের অদূরে একটি জলাশয় থেকে তার দেহ মেলে। চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। বাসিন্দারা অভিযোগ করেন, নাবালিকা বহুক্ষণ বাড়ি না আসার পর যখন তার পরিবার থানায় যায়, তখন পুলিশ এফআইআর নিতেই চায়নি। সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হলে এই ঘটনা এড়ানো যেত।
আরজিকর কাণ্ডের জেরে এখনও তোলপাড় রাজ্য রাজনীতি। তারমধ্যেই পুজোর মুখে নতুন করে ঝড় ওঠে জয়নগর কাণ্ডে। বডিগার্ড লাইনসের পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, ৩ মাসের মধ্যে দোষীর ফাঁসির সাজা যাতে হয়, সেই বন্দোবস্ত করা হবে। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, "যারা দোষ করবে তাদের কড়া শাস্তি হবেই। রাজ্যে ইতিমধ্যে ৩টি ফাঁসির সাজা হয়েছে। আমি চাই জয়নগরের ঘটনাতেও আগামী ৩ মাসের মধ্যে আদালত ফাঁসির অর্ডার দেবে।"
সোমবার নির্যাতিতার জন্য বিচারের দাবি নিয়ে নবান্নে আসছেন বাবা-মা। তদন্তের অগ্রগতি কতটা হল সেটাই জানতে চাইছেন তাঁরা।