শেষ আপডেট: 24th September 2023 15:37
দ্য ওয়াল বাংলা: ইংরাজিতে একটি প্রবাদ আছে 'ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন', অর্থাৎ গল্পের চেয়েও সত্যি ঘটনা অনেক বেশি রোমহর্ষক। কথাটা অক্ষরে অক্ষরে মিলে যায় নেতাজি সুভাষচন্দ্র অসুর অন্তর্ধান প্রসঙ্গে। বাঙালির ইতিহাসে নেতাজির অন্তর্ধানের মতো চাঞ্চল্যকর ঘটনা আর কটা ঘটেছে তা হাতে গুনে বলা যায়। এই ঘটনাকে ভিত্তি করে মিথেরও অভাব নেই। তবে অনেক লেখকই (Jaydeep Mukherjee) মিথ বা গল্পের কুয়াশা সরিয়ে আসল ঘটনাটিকে খুঁজতে চেয়েছেন, সত্যের উপর আলোকপাত করতে চেয়েছেন।
নেতাজির অন্তর্ধানের পর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই কথা রটিয়ে দেওয়া হলেও সেই বিমান দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। নেতাজির গবেষকদের মধ্যে একাংশের মত, বিমান দুর্ঘটনার পর তিনি রাশিয়ায় চলে যান গোপনে। সেখানেই দেখা করেন স্তালিনের সঙ্গে। এই মতামতের উপর ভিত্তি করেই জয়দীপ লিখেছেন এই বইটি। তিনি তাঁর বইয়ে জানিয়েছেন নেতাজির সঙ্গে স্তালিনের কী কথোপকথন হয়েছিল। অনেকে বলেন, স্তালিনের কাছে যে আশা নিয়ে গিয়েছিলেন সুভাষ তা পূরণ হয়নি। বদলে তাঁকে বন্দি করে অত্যাচার করা হয়েছিল। রাশিয়ান ভাষায় এই অত্যাচারকে চেকি বলে হত। 'চেকি' বা 'চেকা' থেকেই এই বইয়ের নামকরণ করা হয়েছে।
প্রসঙ্গত, স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও নেতাজী অন্তর্ধান রহস্যের আজও সমাধান হয়নি। নেতাজির গবেষকরা সেই তথ্য খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরন্তর। জয়দীপ মুখোপাধ্যায়ের এই বই সেই চেষ্টারই অন্যতম এক ফসল। এই বইতে এমন কিছু তথ্য আছে যা হয়তো গবেষকদের অনেকখানি সাহায্য করবে, আশা, লেখকের। বইটির উদ্বোধনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক মেজর জেনারেল জি ডি বক্সী, কর্নেল রাঘব, বিচারপতি কল্যান জ্যোতি সেনগুপ্ত, অশোক কুমার দাসাধিকারী, রবীন্দ্রনাথ সামন্ত, ব্রিগেডিয়ার দেবাশিস দাস সহ আরও অনেকে।
শ্মশানেও শান্তি নেই, মদ খাওয়ার প্রতিবাদ করায় ডোমকে বেধড়ক মারধর!