শেষ আপডেট: 11th June 2023 17:20
দ্য ওয়াল ব্যুরো: দেশের জওয়ানরা শ্ত্রুর থেকে সুরক্ষিত রাখেন দেশকে। অথচ, যদি খোদ জওয়ানের স্ত্রীই অরক্ষিত হন, প্রহৃত হন সাধারণ মানুষের দ্বারা তবে তো সেনাবাহিনীর ওপর থেকে মানুষ ভরসা হারাবেন! ঠিক এমন ঘটনাই ঘটেছে তামিলনাড়ুতে।
প্রভাকরণ নামে এক জওয়ানের অভিযোগ তাঁর স্ত্রী-এর উপর হামলা চালিয়েছে প্রায় ১২০ জন ব্যক্তি। তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। পাশাপাশি, হামলা চালানো হয়েছে সেই জওয়ানের স্ত্রী-র দোকানেও।
https://twitter.com/NTR_NationFirst/status/1667577554155327488?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1667577908880080899%7Ctwgr%5E3f14ef72103f6523dee9933d09c5564505c94d6c%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Findia%2Fmy-wife-was-stripped-beaten-by-120-men-army-jawan-claims-exaggerated-story-say-police-8052895.html
চাঞ্চল্যকর এই অভিযোগ একটি ভিডিওর মাধ্যমে জানান প্রভাকরণ। গোটা ভিডিওটি টুইটারে পোস্ট করেন অপর এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার এন থিয়াগরাজন। এই ভিডিওয় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন প্রভাকরণ।
তবে পুলিশকে ব্যবস্থা নিতে অনুরোধ জানালেও তামিলনাড়ুর কান্ধাভাসাল এলাকার পুলিশের বক্তব্য, আসলে যা ঘটেছে তার চেয়ে বাড়িয়েই বলছেন প্রভাকরণ। শোনা যাচ্ছে, জমি সংক্রান্ত বিষয়ে বিবাদে জড়িয়ে পড়েছিলেন প্রভাকরণের স্ত্রী এবং তাঁর মা। এমনকি আদৌ নাকি কোনও রকম মারধোর করাই হয়নি সেই মহিলাকে! এমনই দাবি পুলিশের।
অবশেষে পাওয়া গেল ভাইয়ের হদিশ! করমণ্ডলে মৃত যুবকের দেহ ফেরাল বাঙালি পরিবার