শেষ আপডেট: 24th September 2023 08:56
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে ভারত (India vs Australia)। তার আগেই ভারতীয় শিবিরে জোর ধাক্কা। সিরিজের মাঝেই বাড়ি ফিরলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। হঠাৎ কী হল, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। দ্বিতীয় ম্যাচে বুমরার পরিবর্তে প্রসিধ কৃষ্ণাকে খেলাচ্ছে ভারত।
বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ। ভারতের মাটিতে তাই দুই দলই নিজেদের শক্তি ও দুর্বলতা নিয়ে পরীক্ষানিরীক্ষা করে নিতে চাইছে। এই সিরিজের শুরুটা ভালই হয়েছে ভারতের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে আছে তারা। এই ম্যাচ জিতে নিলেই সিরিজ পকেটে পুরে ফেলবেন কেএল রাহুলরা।
এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অ্যালেক্স ক্যারে ও জস হ্যাজেলউড। এই ম্যাচেই অভিষেক হচ্ছে অজি পেসার স্পেন্সর জনসনের। এদিকে ভারতীয় দলে শুধু বুমরা না খেলায় কৃষ্ণাকে খেলানো হচ্ছে।
বেশিদিন থাকতে পারেননি। তাই স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতেই ছুটি চেয়েছিলেন বুমরা। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই ছুটি মঞ্জুর করতেই বাড়ি গিয়েছেন ভারতীয় তারকা।
আরও পড়ুন: এশিয়াডের শুরুতেই বাজিমাত, উজবেকিস্তানকে ১৬ গোলে হারাল ভারত, হ্যাটট্রিকের হ্যাটট্রিক