শেষ আপডেট: 13th September 2023 18:12
দ্য ওয়াল ব্যুরো: ফের রক্তাক্ত উপত্যকা (Jammu Kashmir)। জম্মু কাশ্মীরের অনন্তনাগে আবারও গুলির লড়াই সেনা এবং জঙ্গি দলের মধ্যে। ইতিমধ্যেই দুই সেনা আধিকারিক এবং ১ জন পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন সংঘাতের আবহে। এক সেনা আধিকারিকের কথায়, জঙ্গিরা অনন্তনাগ জেলার কোকরনাগ অঞ্চলে লুকিয়েছিল। সেখানেই শুরু হয় সেনা বনাম জঙ্গি দলের গুলির লড়াই।
দু'পক্ষের গুলি বিনিময়ের সময়ে একজন রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের কম্যান্ডিং অফিসার তথা কর্নেল, একজন মেজর এবং জম্মু কাশ্মীর পুলিশের একজন ডিএসপি নিহত হন। এক সেনা আধিকারিকের কথায়, কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস এবং জম্মু কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট হুমায়ুন ভাট সাংঘাতিক আহত হয়েছিলেন গুলির লড়াইয়ের সময়ে, পরে ৩ জনেরই মৃত্যু হয়।
জানা গেছে, এই ৩জন পুলিশ এবং সেনা আধিকারিক একেবারে সামনে থেকে অপারেশনের নেতৃত্ব দিচ্ছিলেন। আগেই তাঁদের কাছে খবর ছিল যে অনন্তনাগে নতুন ডেরা তৈরি করেছে জঙ্গিরা। সেই খবর পেয়েই অপারেশন শুরু করেন। ওই ৩ অফিসারের গুলি লাগার খবর পেয়েই তড়িঘড়ি জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং এবং এডিজিপি বিজয় কুমার পৌঁছান ঘটনাস্থলে। তাঁরাই উদ্ধারের ব্যবস্থা করেন ৩ অফিসারকে।
জানা গেছে, জঙ্গিদের গোপন ডেরা থেকে তাঁদের খুঁজে বের করার চেষ্টা করছিলেন। যে মুহূর্তে তাঁরা জঙ্গিদের খুঁজতে খুঁজতে একটি বাড়ির ছাদে পৌঁছান, গোপন জায়গা থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্নেলের। বাকি দুই অফিসারকে আহত অবস্থায় সেনা হাসপাতালে উড়িয়ে আনা হলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। সেপ্টেম্বরের শুরুর দিকেও ৪ তারিখে একই ভাবে গুলির লড়াই চলে জম্মু কাশ্মীরে। তখনও এক পুলিশকর্মীড় মৃত্যু হয় জঙ্গিদের গুলির আঘাতে। দু সপ্তাহের মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর।
পুলওয়ামায় জঙ্গিদের ঘিরে ফেলল সেনা, গুলির লড়াই চলছে, জানাল কাশ্মীর পুলিশ