শেষ আপডেট: 21st June 2023 11:17
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২৫ বছরের দাম্পত্য জীবন। রয়েছে দুই ছেলেমেয়েও। ছেলের বয়স ২১ বছর, আর মেয়ে ২৩-এ পা দিয়েছে। বাইরে দিয়ে দেখে মনে হতেই পারে সুখী পরিবারের উদাহরণ। কিন্তু না! সেই পরিবারেই চলে নিত্য অশান্তি। যা ইদানিংকালে মাত্রা ছাড়িয়েছে। শুধু তাই নয়, পুলিশের কাছে গার্হস্থ্য হিংসার অভিযোগও দায়ের করা হয়েছে। তবে এক্ষেত্রে অভিযোগটা জানিয়েছেন স্বামী। বলেছেন, খুব ছোটখাটো বিষয় নিয়েও মতান্তর হলেও স্ত্রী গালাগাল করেন, গায়ে হাত তোলেন। এমনকী শ্বশুর-শাশুড়ির উপরেও অত্যাচার চালান। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে।
সূত্রের খবর, গত রবিবার থানায় গিয়ে স্ত্রী রচনার নামে অভিযোগ দায়ের করেন বিক্রম নামের ওই ব্যক্তি। জয়পুরের ঝোটওয়ারা থানার পুলিশ জানিয়েছে, রচনা দীর্ঘদিন ধরে তাঁর উপর অত্যাচার চালাচ্ছেন। এর আগেও চারবার স্ত্রীর নামে অভিযোগ জানিয়েছিলেন তিনি। যদিও তাতে কোনও কাজ হয়নি বলেই দাবি স্বামীর। তাঁকে কেউই মারের হাত থেকে বাঁচাতে পারেননি। এমনকী গত ১৭ জুনও তাঁকে আবার মেরেছে স্ত্রী। তাই ফের পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
বিক্রমের অভিযোগ, সামান্য বিষয়েও রেগে যান স্ত্রী। পান থেকে চুন খসলেই মেজাজ হারান। এরপরই শুরু করেন চড়-থাপ্পড়। এমনকী ধাক্কা মেরে ফেলেও দেন মাঝেমধ্যে। শুধু স্বামীকে নয়, শ্বশুর-শাশুড়িকেও গালিগালাজ করা রচনা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন বলেই জানান বিক্রম। কখনও কখনও রেগে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করাও তাঁর স্বভাব। সমস্ত অভিযোগ শুনে পুলিশ বলেছে, আপাতত দু’পক্ষকে মুখোমুখি বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। দু’জনকেই বোঝানো হবে। প্রয়োজনে মনোবিদের সাহায্যও নেওয়া যেতে পারে।
পাঁচতারা হোটেলে ২ বছর থাকল অতিথি, কানাকড়িও না মিটিয়ে পালাল! বিল শুনলে আঁতকে উঠবেন