শেষ আপডেট: 18 September 2022 07:14
দ্য ওয়াল ব্যুরো: চিতা মোদীর নয়, দাবি কংগ্রেসের। ‘প্রজেক্ট চিতা’–র প্রস্তাব ২০০৮–০৯ সালে তোলা হয়। এবং মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ সরকার তার অনুমোদন দিয়েছিল। তাই একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি ‘চিতা তামাসা’ চলছে বলে আক্রমণ করেছে কংগ্রেস (Jai ram Ramesh)।
বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের (Jai ram Ramesh) দাবি, দেশের একাধিক জলন্ত ইস্যুকে সামনে রেখে ‘ভারত জোড়ো’ যাত্রা করছেন রাহুল গান্ধী। আর সেদিক থেকে নজর ঘোরাতেই মোদীর এই সার্কাস।’
রমেশ টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রী মোদী সরকারের ধারাবাহিকতা খুব কমই স্বীকার করেন না। পঞ্চাশের দশকে দেশ থেকে অবলুপ্ত ওই চিতা ভারতে আনার জন্য সরকার এক দশক ধরে চেষ্টা করছে। শুরু হয়েছিল ইউপিএ সরকারের আমলে। রমেশ লিখেছেন, ‘প্রধানমন্ত্রী আজ যে তামাশা সাজিয়েছেন তা অযৌক্তিক এবং এটি ভারত জোড়ো যাত্রা থেকে মানুষের মুখ ঘোরানোর চেষ্টা।’
কংগ্রেস জানিয়েছে,২০১৩ সালে সুপ্রিম কোর্ট চিতা আনার প্রকল্পটি স্থগিত করেছিল। এবং ২০২০ সালে সুপ্রিম কোর্ট প্রোজেক্ট চিতার অনুমতি দেয়। বন ও পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার চিতা আউটরিচ সেন্টারে গিয়েছিলেন। কংগ্রেসের তরফে তা টুইট করে জানানো হয়।
জয়রাম রমেশ ক’য়েক সপ্তাহ আগে একটি দৈনিকে তার লেখা একটি নিবন্ধও শেয়ার করেছেন। যাতে তিনি ভারতে চিতার আনার বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত লিখেছেন। চিতাকে ১৯৫২ সালে ভারতে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। ইন্দিরা গান্ধীর আমল থেকেই চিতাকে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু, যা বিশেষভাবে অগ্রগতি লাভ করে ২০০৯ সালে - জয়রাম রমেশের উদ্যোগে।
বাকিদের বার্তা দিলেন গেহলট? ‘সর্বভারতীয় সভাপতি রাহুল’, প্রস্তাব পাশ রাজস্থান কংগ্রেসে