শেষ আপডেট: 26th February 2022 11:25
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে ফোন করার পরেও বিধানসভার (Assembly) বাজেট অধিবেশন (Budget session) শুরুর সময় বদলাতে চাইলেন না রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তাঁর স্পষ্ট অবস্থান, মৌখিক কথায় কাজ হবে না। রাজ্য মন্ত্রিসভায় নতুন করে প্রস্তাব পাশ করে সময় বদলাতে হবে। তার পর তা রাজভবনে পাঠালেই অধিবেশন শুরু সময় বদলাতে কালক্ষেপ করবে না রাজভবন। আরও পড়ুনঃ ধনকড়ের হুঁশিয়ারি এবার মুখ্যসচিবকে বিধিভঙ্গ আর বরদাস্ত করা হবে না বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি রয়েছে। সভার বাজেট অধিবেশন শুরু করার জন্য রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাব পাশ করাতে হয়। তার পর তাতে সম্মতি দেন রাজ্যপাল। নবান্ন তাই করেছিল। কিন্তু প্রস্তাবে লেখা হয়েছিল ৭ মার্চ রাত ২ টোয় সভা শুরু হবে। ২ পিএমের (2PM) পরিবর্তে ২ এম (2AM) লেখা হয়েছিল প্রস্তাবে। মন্ত্রিসভার সেই প্রস্তাব মেনে নিয়ে রাত ২ টোতেই অধিবেশন ডেকে দিয়েছেন রাজ্যপাল। https://twitter.com/jdhankhar1/status/1497525473701920768 এর পর মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ফোন করে বলেন যে, প্রস্তাবে টাইপোগ্রাফিকাল এরর হয়েছে। সুতরাং রাজ্যপাল তা বিবেচনা করে যেন ৭ মার্চ দুপুর ২ টোয় অধিবেশন ডাকেন। কিন্তু শনিবারও রাজ্যপাল টুইট করে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার অনুমোদিত প্রস্তাবে কেবল সম্মতি দিতে পারে রাজ্ভবন। তাই কেবল মুখ্য সচিবের মুখের কথায় কাজ হবে না। সময় পরিবর্তন করতে হলে রাজ্য মন্ত্রিসভায় সংশোধন প্রস্তাব পাশ করাতে হবে। তা হাতে পাওয়ার পরই অধিবেশনের সময় বদলাতে পারবেন তিনি।