শেষ আপডেট: 11th February 2025 17:31
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়! সম্প্রতি দূত মারফৎ বিধানসভার স্পিকারের কাছে এই অনুরোধ জানিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে। তারপরই ধনকড়ের এহেন অনুরোধ ঘিরে শাসক শিবিরে তো বটেই রাজ্য রাজনীতির অভ্যন্তরেও তীব্র শোরগোল তৈরি হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, অতীতে রাজ্যের শাসকদলের সঙ্গে ধনকড়ের সম্পর্ক খুব একটা ভাল ছিল না। স্বভাবতই ধনকড়ের অনুরোধ স্পিকার মঞ্জুর করেন কিনা, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে সব মহলে।
জানা যাচ্ছে, সম্প্রতি উপ রাষ্ট্রপতি ধনকড়ের দুত হিসেবে বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন তাঁর সচিব সুনীল গুপ্তা। তিনি স্পিকারের কাছে বিধানসভায় উপ রাষ্ট্রপতির ভাষণ পাঠের ইচ্ছার কথা জানান। এমনকী স্পিকারকে এও বলেন যে নিজের ভাষণে সরকার বিরোধী কোনও বক্তব্য রাখবেন না উপ রাষ্ট্রপতি।
সূত্রের খবর, ধনকড়ের দূতকে সরাসরি হ্যাঁ বা না বলেননি স্পিকার। জানা যাচ্ছে ধনকড়ের দূতকে বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, বাংলা বিধানসভায় উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনও সংস্থান নেই। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে বিশেষ অধিবেশন ডাকতে হবে। তারপরই এবিষয়ে চূড়ান্ত কিছু জানাতে পারবেন তিনি।
২০১৯ সালের ৩০ জুলাই বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জগদীপ ধনকড়। ২০২২ সালের ১৭ জুলাই পর্যন্ত রাজ্যপাল পদে ছিলেন তিনি। এরপরে বাংলা থেকে সরাসরি দেশের উপ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন ধনকড়। হঠাৎ ধনকড়ের এমন ইচ্ছা প্রকাশের কারণ কী? তা অবশ্য স্পষ্ট নয়। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল বাড়ছে সব মহলে।