শেষ আপডেট: 11th March 2025 18:41
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিভিন্ন ইস্যুতে স্লোগান-পোস্টার, দেওয়াল লিখন থাকবে এটাই স্বাভাবিক! তা বলে দেশ বিরোধী স্লোগান?
সম্প্রতি সেই ছবি ধরা পড়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (Jadavpur University)। যা নিয়ে এবার রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করল পুলিশ।
গত ১ মার্চ থেকে ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে উত্তাল হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই সভায় যোগ দিতে গিয়ে একাংশ ছাত্রর বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে এক কলেজ পড়ুয়ার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় জখম হন আরও এক পড়ুয়া। পাল্টা হিসেবে বামেদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিশৃঙ্খলা করার অভিযোগ এনেছে তৃণমূল।
অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছের একটি বিল্ডিংয়ের দেওয়ালে ‘আজাদ কাশ্মীর,’ ‘ফ্রি প্যালেস্তাইন’ লেখা হয়েছে। তার সঙ্গে রয়েছে অন্যান্য দেওয়াল লিখনও। তাতেই বেড়েছে বিতর্ক। যদিও অনেকেই বলছেন, এগুলি পুরনো। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির জেরে নতুন করে সামনে এসেছে। প্রশ্ন উঠছে, তবে কি যাদবপুর ক্যাম্পাসে মাথা চাড়া দিচ্ছে দেশ বিরোধী শক্তি? তা খতিয়ে দেখতেই পোস্টার রহস্যের সমাধানে এবারে মামলা রুজু করে ঘটনার তদন্তে নামল পুলিশ।
পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছে তৃণমূলের ছাত্র সংগঠন। আরও একধাপ এগিয়ে এবিভিপির অভিযোগ, যাদবপুরকে দেশ বিরোধী শক্তির আখড়া বানিয়ে ফেলা হয়েছে। তাই ক্যাম্পাসে ওরা পুলিশ ঢুকতে দেয় না। অন্যদিকে এসএফআইয়ের বক্তব্য, এ ব্যাপারে মামলা না করে আলাপ আলোচনার মাধ্যমে পুলিশের উচিত ছিল সমস্যার সমাধান করা।