শেষ আপডেট: 19th August 2023 08:08
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur Student Death Case) ফের একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। যাদবপুরেরই এক প্রাক্তনী মামলা করেছেন। তাঁর দাবি, ছাত্র মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক। শুধু সিবিআই নয়, তদন্তে যুক্ত করা হোক এনআইএ ও এনসিবিকেও।
যাদবপুর কাণ্ড নিয়ে এর আগেও দু'টি মামলা হয়েছে। তারমধ্যে একটি মামলা তৃণমূলের তরফে করা হয়েছে। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেই মামলা করেছে তৃণমূল। এই মামলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে যুক্ত করার কথাও বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ অগস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের। ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় ক্যাম্পাস। মৃতের পরিবারের অভিযোগ, র্যাগিংয়ের শিকার হয়েছিলেন তাদের ছেলে। এই ঘটনার সঙ্গে যে র্যাগিং যুক্ত রয়েছে, তা তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন রাতে ঠিক কী ঘটেছিল, সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: ফল বিক্রেতার ছেলে যাদবপুরের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, সত্যব্রতর গ্রেফতারে হতবাক পড়শিরা