শেষ আপডেট: 1st October 2024 15:45
দ্য ওয়াল ব্যুরো: ‘উই ডিমান্ড জাস্টিস’ এর সঙ্গে এবার ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’! রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরজি কর সংক্রান্ত প্রতিবাদ মিছিলের মধ্যে থেকে এরকম স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, এ ঘটনায় কলকাতা পুলিশের পাশাপাশি নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকও। ইতিমধ্যে পাটুলি থানায় দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। পৃথকভাবে তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সিও। এজেন্সির তরফে শাহের মন্ত্রকে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে বলেও খবর।
জম্মু ও কাশ্মীরে ভোট চলছে। তার মধ্যে কলকাতার উপকন্ঠে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগানের বিষয়টিকে বিচ্ছিন্ন হিসেবে দেখতে নারাজ গোয়েন্দারা। এ ব্যাপারে যাদবপুরের কয়েকজন প্রাক্তনী গোয়েন্দাদের নজরে রয়েছে বলে খবর। সূত্রের দাবি, অতীতেও তাঁদের বিরুদ্ধে নানাসময় দেশ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে।
আরজি করের বিচারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। গত ররিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়েও এই সংক্রান্ত একটি প্রতিবাদ মিছিল হয়। সেখানেই দেশ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গোয়েন্দাদের হাতে কিছু ছবিও এসেছে পৌঁছেছে বলে জানা যাচ্ছে।