শেষ আপডেট: 15th April 2024 19:39
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং
এবার নববর্ষের ছুটি ছিল রবিবার। সোমবার উৎসবের মেজাজে মিডডে মিল খেল বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। পাতে পড়ল সাদা ভাত, লেবু, শশা, মুগডাল, সোয়াবিনের পকোড়া, এঁচোড় চিংড়ি, ডিমের কারি, চাটনি,পাঁপড়, দই, মিষ্টি ও ফল। এত আয়োজনে হতবাক ছোট্ট পড়ুয়ারা।
জানা গেল, নতুন বছরের প্রথম দিন স্কুলে এসে ছোটরা যাতে আনন্দ করে ভোজ খেতে পারে তার জন্য মিডডে মিলের মেনুতে বৈচিত্র আনতে নির্দেশ দিয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। সব ডিআইদের কাছেই এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ চলে গিয়েছেল আগে থেকেই। স্কুলের প্রধান শিক্ষকদের মিডডে মিলের মেনুকে আকর্ষণীয় করে তুলতে বলা হয়েছিল।
সেইমতোই প্রত্যন্ত বাসন্তী ব্লকের চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যেন উৎসব লেগেছিল সকাল থেকেই। পালিত হয় বর্ষবরণ উৎসব। সকাল সাড়ে দশটা নাগাদ পড়ুয়ারা বর্ণাঢ্য শোভাযাত্রা করে। তারপরে শুরু হয় পড়াশোনা। দুপুরে মিডডে মিলের আগেই ক্লাসঘরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এরপরেই এলাহি খাবারের আয়োজন হয়। কচিকাঁচারা কব্জি ডুবিয়ে খায় বাহারি খাবার। স্কুল ছুটির পর তাদের হাতে তুলে দেওয়া হয় শশা,তরমুজ,আঙুর,আপেল সহ বিভিন্ন ধরনের ফল। খুশি তখন ছোটদের মুখে শুধুই আলো। স্কুলের প্রধান শিক্ষক নিমাই মালি বলেন, "রোজ এক ধরনের খাবার খায় ওরা। বর্ষবরণ উৎসব ছিল। কচিকাঁচাদের পাতা ভালোমন্দ খাবার তুলে দিতে পেরে আমরা খুব আনন্দিত।"