শেষ আপডেট: 15th October 2024 19:57
দ্য ওয়াল ব্যুরো: পুজোর পরেই মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের ৪২টি আসনের সঙ্গে বাংলার ৬টি বিধানসভা আসনেও উপ নির্বাচন হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন নির্বাচন কমিশন।
কমিশন এ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে ভোটের কথা ঘোষণা করলেও বসিরহাট লোকসভা নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি। তা না হওয়ায় কমিশনকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের বক্তব্য, বসিরহাটে পরাজয় নিশ্চিত, এটা বুঝতে পেরেই বিজেপির কথা মতো ওই আসনে এখন ভোট করাচ্ছে না কমিশন।
তৃণমূলের সংসদীয় নেতা ডেরেক ও ব্রায়েনের খোঁচা, " নামেই ইলেকশন কমিশন, আসলে ওটা তো বিজেপির হেড কোয়ার্টাস!"
এ ব্যাপারে বিজেপি বা কমিশনের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ৬টি বিধানসভার সঙ্গে বসিরহাট লোকসভারও উপ নির্বাচন ঘোষণা না হওয়ায় কমিশনের ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়েছে জনমানসেও।
এবারের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে তিন লাখেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। গত ২৫ সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। ফলে ওই আসনটি সাংসদ শুন্য। মনে করা হয়েছিল, ৬টি বিধানসভার সঙ্গে বসিরহাট লোকসভাতেও উপ নির্বাচনের কথা ঘোষণা করবে কমিশন।
এদিন কমিশনের তরফে যে ৬টি বিধানসভায় উপ নির্বাচনের কথা জানানো হয়েছে, সেগুলি হল- উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, মেদিনীপুর, বাঁকুড়া জেলার তালড্যাংরা, কোচবিহারের সিতাই এবং আলিপুরদুয়ার জেলার মাদারিহাট। এই ৬টি আসনে ভোটগ্রহণ হবে ১৩ নভেম্বর। ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।
প্রসঙ্গত, এবারে লোকসভা ভোটের মুখে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর গোষ্ঠীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে সরব হয়েছিলেন সেখানকার একাংশ মহিলা। পরে এই সংক্রান্ত কিছু ভিডিও-ও ভাইরাল হয়। বসসিরহাট লোকসভার মধ্যেই পড়়ে সন্দেশখালি। এমনকী এই আসনে জিততে সন্দেশখালির এক নির্যাতিতাকে প্রার্থীও করেছিল বিজেপি। তার হয়ে প্রচারে এসেছিলেন মোদী-শাহ দু'জনেই।
পরিবর্তিত পরিস্থিতিতে বসিরহাট লোকসভা তৃণমূলের হাতছাড়়া হতে পারে বলে অনেকেই মনে করেছিলেন। তবে ভোটে দাঁড়ানোর পরই সে সময় বেশ জোর গলায় নুরুল জানিয়েছিলেন, “এবারের লড়াই তুলনায় সহজ। ২০০৯ সালের লড়াই অনেক কঠিন ছিল, অনেক কঠিন। তখন আমাদের কিছু ছিল না। এখন বসিরহাটে আমাদের সংগঠন মজবুত, শক্তিশালী। এবার ২ লক্ষের বেশি ভোটে জিতে দিদিকে বসিরহাট দেব।”
ফল প্রকাশের পর দেখা যায়, ২ লাখ নয়, ৩ লাখেরও বেশি ভোটে জয়ী হয়েছেন নুরুল। শারীরিক অসুস্থতার কারণে গত সেপ্টেম্বরে মৃত্যু হয় নুরুলের। ফলে এই কেন্দ্রেও উপ নির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। তবে কমিশনের প্রকাশিত তালিকায় বসিরহাটের নাম না থাকায় বিস্মিত সেখানকার ভোটাররাও।