আইটিসি-র এই উদ্যোগ রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে দাবি রাজ্যের।
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 1 July 2025 08:43
দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনের (Newtown) অ্যাকশন এরিয়া-৩-এ আইটিসি লিমিটেডের বিশ্বমানের আইটি এবং আইটিইএস ক্যাম্পাসের (ITC's new IT campus) জন্য দেওয়া হল অকুপেন্সি সার্টিফিকেট। মঙ্গলবার টুইটে এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
১৭ একর জমির উপর তৈরি এই অত্যাধুনিক ক্যাম্পাসের জমি বরাদ্দ করেছিল পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBHIDCO)। তিনটি মূল ভবন নিয়ে গড়ে উঠেছে এই ক্যাম্পাস—একটি হাইরাইজ অফিস টাওয়ার, একটি বিজনেস সাপোর্ট সেন্টার এবং একটি ডেডিকেটেড নলেজ সেন্টার। সব মিলিয়ে এই ক্যাম্পাসে ১৪.৫ লক্ষ বর্গফুট জায়গা ইতিমধ্যেই তৈরি।
টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ১২০০ কোটি টাকার বিনিয়োগে তৈরি এই প্রকল্পে প্রাথমিক ভাবে সরাসরি ৫ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই এই ক্যাম্পাসের কাজ শুরু হবে। এর ফলে পশ্চিমবঙ্গ আরও এক ধাপ এগিয়ে যাবে দেশের অন্যতম প্রিয় বিনিয়োগ গন্তব্য হিসেবে। বিশেষত, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর কোম্পানিগুলি পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য আকৃষ্ট হবে।
আইটিসি-র এই উদ্যোগ রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা রাজ্যবাসীর।