শেষ আপডেট: 28th January 2025 16:47
দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নিউটাউনের হাতিশালায় ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন হয়েছে। এবার বিশ্ব বাণিজ্য সম্মলন মঞ্চ থেকে রাজ্যে এআই হাব স্থাপনের ঘোষণা করতে পারে আইটিসি ইনফোটেক।
বাংলায় শিল্পের অনুকুল পরিবেশের বার্তা দিতে প্রতিবারের মতো এবারও আগামী বছরের ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই বিশ্ব বাণিজ্য সম্মেলন। অষ্টম বিজিবিএসে উপস্থিত থাকবেন ২২টি দেশের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
এবারে বিজিবিএসে মূলত যে বিষয়গুলির ওপর বিনিয়োগে জোর দেওয়া হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল- ক্ষুদ্র শিল্প, আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ প্রভৃতি। তবে এবারের বিশ্ববাণিজ্য সম্মেলনে সবচেয়ে বড় ঘোষণাটি আসতে পারে বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা আইটিসি ইনফোটেকের তরফে। তাঁরা বাংলায় এআই হাব তৈরি করতে পারে।
গতবারে বিজিবিএস সম্মেলনে ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া-সহ ১৭টি দেশের ৪০০ জনেরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে ছিলেন ১৫ জন রাষ্ট্রদূতও। নবান্ন সূত্রের খবর, এর আগে ৬টি শিল্প সম্মেলনে ১৫ লক্ষ কোটির মতো বিনিয়োগের প্রস্তাব এসেছে। যার মধ্যে ১০ লক্ষ কোটি টাকারও বেশি প্রস্তাব বাস্তবায়িত হয়েছে।